“Abaya story” থেকে একটা বোরখা অর্ডার করেছিলাম। ইচ্ছা ছিল মুনিরা আপুর প্রথম কাস্টমার হবার। আলহামদুলিল্লাহ প্রথম কাস্টমার হয়েছি। আপুকে ইনবক্সে বোরখার মাপ বলে দিয়েছিলাম। কি ম্যাটেরিয়াল হবে কেমন বানাবে এসব নিয়ে আমার কোন টেনশন ছিল না। আমি আপুকে খুব রিলাক্স হয়ে বোরখাটা বানাতে বলেছিলাম যেন কোন প্রেসার না নিতে হয় তাকে। সবকিছুর প্রথম বলে একটা কথা থাকে। প্রথম কাজ ভুল হতেই পারে তাই আমিও কোন টেনশন মাথায় নেইনি। আপুর উপর ছেড়ে দিয়েছিলাম।
আজ বোরখা ডেলিভারি পেলাম। গতরাতে আপু জানিয়ে দিয়েছিলেন যে উনি ডেলিভারির জন্য দিয়ে দিয়েছেন। আজ দুপুরে ডেলিভারি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে বোরখাটা পরে ফেললাম আপুকে ছবিও পাঠালাম। ডিজাইন,মাপ ,কাপড় সবই আলহামদুলিল্লাহ সন্তোষজনক ছিল। প্রথম হিসাবে কোন ত্রুটি রাখেনি আপু। ডেলিভারি ও এত তাড়াতাড়ি দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ।
বেশি ভালো লেগেছে আপুর লেখা ভালোবাসা মাখা এই চিরকুট টা। কত সুন্দর করে লিখেছেন মাশাআল্লাহ!! তার মানে উনি কাজ প্রথম করলেও উনার প্ল্যান অনেক আগে থেকে গোছানো ছিল, এজন্য প্রথম ডেলিভারিটা উনি এত সুন্দর ভাবে করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা Sirajum Muniraআপুকে।
আপনার ‘Abaya story’ অনেক দূর এগিয়ে যাক দোয়া করি।