রিভিউ
আসসালামু ওয়ালাইকুম
থেকে কেনাকাটা করে খুবই আনন্দ পাচ্ছি। একটার পর একটা কিনেই যাচ্ছি নিজের পছন্দের প্রয়োজনীয় সবকিছু। বেশ কিছুদিন হয়েছে খিমার টি Sirajum Munira আপু থেকে নিয়েছি। কিন্তু পারফেক্ট ছবি তুলতে পারছিলাম না বলে রিভিউ টি দিতে দেরি হয়ে গেলো।
কি বলবো আপুর খিমারের কথা?
এতো ভালো কাপড়ের খিমার আমি অন্য কোথাও থেকে পেতাম না এটা ১০০% ভাগ নিশ্চিত। অনেক শখ করে খিমারটি আপুর দ্বারা বানিয়েছি। আপু আমার আস্থা , ভরসা ও ভালোবাসা জিতে নিয়েছেন নিজের পারফেক্ট কাজের মাধ্যমে।
এভাবেই আপু এগিয়ে যাবেন সফলতার সর্বোচ্চ শিখরে। অনেক ভালোবাসা মুনিরা আপুর জন্য। আর অনেক অনেক শুভ কামনা আপুর আবায়া স্টুরির জন্য।