হালকা শীতের মধ্যে এই শাল টি পরে এত এত আরাম। শাল টি যথেষ্ঠ সফ্ট এবং হালকা। যেকোনোভাবে শালটিকে ব্যবহার করা যাচ্ছে । কখনো হিজাব হিসেবে ,কখনো ওড়না হিসেবে, কখনো বা শাল হিসেবে ।এখানে আমি হিজাব হিসেবে পরেছি। যেহেতু আমি সবসময় হিজাব পরি ,তাই বাইরে যাওয়ার জন্য এই শালটা আমার জন্য পারফেক্ট হয়েছে।এই শাল টি দিয়ে নিজেকে জড়িয়ে নিয়ে চলে যেতে পারবো ঝটপট। এক্সট্রা কোন শাল আমাকে পড়তে হবে না। মাশাআল্লাহ সুন্দর একটা সাল আমাকে দেবার জন্য ধন্যবাদ জানাই Sirajum Muniraআপুকে। এত সুন্দর মানসম্মত একটি শাল দেবার জন্য ।এই শালটির সম্ভবত আমি দ্বিতীয় ক্রেতা ।যাইহোক মুনিরা আপুর ক্রেতা হতে পেরে নিজেকে অনেকটাই ধন্য মনে হচ্ছে। এই শালটির কালার যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকমই কালার পেয়েছি এবং যেমনটা ভেবেছিলাম তার চেয়েও ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ রিপিট কাস্টমার হব আপুর।
কি চেনা যায়? সকাল সকাল এই লোভনীয় রঙ টা দেখাতে আমি হাজির।
চাদর টা হাতে পেয়েছি আরো ৪/৫ দিন আগে কিন্তু পরার মতো তেমন সুযোগ পাচ্ছিলাম না, তাই আজ অফিসেই চলে এলাম পরে। সবাই অনেক সুন্দর বলেছে শালটা । আর আম নরমালি শাল পরিনা, মানে পরতে পারিনা। ম্যানেজ করতে প্রবলেম হয় আর অনেক ভারি ভারি লাগে। কিন্তু এটা এতো সফট আর হালকা যা আমার কোন সমস্যায় হচ্ছে না ম্যানেজ করতে। ধন্যবাদ Sirajum Munira আপু এতো সুন্দর একটা শাল রিস্টক করে আমাকে দেওয়ার জন্য । আপনার প্রতি আমার ১০০% আস্থা ছিলো এর আগে আম্মুর জন্য নেওয়া খিমারটাও অনেক ভালো হয়েছিলো।
যখন রাতে ভালো ঘুম হয় না, ভোরে উঠেই আবার রান্না বসাতে হয় চুলায় তখন Hafsa Siddiky র পাতা দিয়ে এক কাপ কড়া চা আমার ভরসা।
ঝিমায় ঝিমায় এক চুলা রান্না বসিয়ে পাশের চুলায় পানিতে চা পাতা দিতেই কড়া একটা স্মেল মুড ভালো করে দিয়েছে আমার। সকালে কিছুটা সময় হলেও আমি আমার মত করে কাটাই, আমাকে যথেষ্ট পজিটিভ এনার্জি দেয় নিজেকে দেওয়া এই সময়টুকু। আমার এই বারান্দাটা খুব প্রিয়, সামনে সবুজ আর সবুজ। সকাল টা এমন সবুজ দেখে আর ধোঁয়া ওঠা চা দিয়ে শুরু করতে পারলে বেশ ভালো লাগে আমার। আজকের সময়টুকুতে বাড়তি মাত্রা যোগ করেছে Sirajum Munira বুর নীলকন্ঠি শাল টা। সুন্দর কিছু পরলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়। যদিও শাল টা আমার মেহমান, আম্মু দখল করেছে এটা। দিনের শুরুতেই সঙ্গি হওয়ার জন্য মুনিরাবু আর হাফসাবুড়ি দুজনকেই ধন্যবাদ….
ছোট বেলা থেকে হিজাব পরি।ইদানীং চায়না হিজাব পড়তে পড়তে হাপিয়ে উঠেছি।তাই কিছু দিন আগে হেবাং এ গিয়ে Sharmin Islam Omi আপুর পরা একটা হিজাব দেখি,যেটা দেখে খুবই ভালো লেগে যায়। আপু বললেন এটা মুনিরা আপুর কাছ থেকে কেনা। একটা সাদা হিজাবের খুব দরকার ছিল। Sirajum Munira আপুকে নক দিই।এবং বললাম আমার বৃহস্পতিবারের মধ্যে লাগবে।আপু তা-ই পাঠিয়ে দিলেন।দুই টা অর্ডার করেছিলাম। দুটো হিজাবই মন মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে কটনের মধ্যে গ্লেজি ভাব আমার খুবই ভালো লেগেছে। মুনিরা আপুর জন্য অনেক দোয়া এবং ভালবাসা। ইনশাআল্লাহ আপনার আবায়ার কাস্টমার হবো খুব শীঘ্রই।
রিভিউ রিভিউ রিভিউ
আমি দিন দিন Sirajum Munira আপুর হিজাবের ফ্যান হয়ে যাচ্ছি। বেশ কিছুদিন আগে আপুর Abaya story পেজে রং বেরঙের হিজাব দেখে আমার বেশ ভালো লেগে যায়। কোন জিনিস একবার দেখে যখন পছন্দ হয় সেটা নিতে আমি কিন্তু দেরি করি না, বাজেট যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে তো কথাই নেই। আপুর কাছে প্রথমে হিজাবের প্রাইস জানতে চাই। হিজাবের প্রাইস গুলো আমার কাছে বেশ রিজেনেবল মনে হয়েছিল এবং দেখেও খুব ভাল লেগেছিল। এই জন্য পাঁচ কালারের হিজাব সঙ্গে সঙ্গেই অর্ডার দেই। দুদিন পরে হিজাবগুলো পেয়ে যাই। হিজাব গুলো দেখে আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি ভালো লেগেছে। হিজাব গুলোর সাইজ বেশ বড় যেটা আমার কাছে বরাবরই পছন্দের। এছাড়া এগুলো পড়তে বেশ আরাম। সবচেয়ে যে ব্যাপারটা আমার ভালো লাগেছিল সেটা হল, রিজেনেবল প্রাইজের মধ্যে এত গ্লেজি টাইপ, মার্জিত, রুচি সম্মত সুতি হিজাব আমি এর আগে কখনো দেখিনি। এই হিজাব পড়ে আমি বিয়ে বাডির অনুষ্ঠানেও গিয়েছি। এগুলো পড়তেও বেশ আরামদায়ক। আসলে আরামের নাহলে হিজাব পরা যায় না,যারা হিজাব পরেন তারা ব্যাপারটা খুব ভালো মত জানেন। আপু সত্যি মন থেকে আমি অনেক খুশি হয়েছি, হিজাব গুলো সত্যি অসাধারণ! আর আপনার আন্তরিকতার কোন কমতি থাকে না কখনোই! দোয়া করি আপু, আপনার স্বপ্ন গুলো সত্যি হয় এবং অদূর ভবিষ্যতে হাজার ব্যস্ততার মাঝেও আপনি যেন আপনার আন্তরিকতা বজায় রাখতে সচেষ্ট হোন সকল কাস্টমারের প্রতি।
রিভিউ ……
রাত ২ঃ৩০ এ যখন Sirajum Munira আপুর হিজাবের পোস্টে Razib Ahmed স্যারের কমেন্ট, তখন সেখানে লেগে যায় হিজাব নিয়ে কাড়াকাড়ি । আমি আসতে আসতে সব স্টক আউট। তাতে কি একটা হাওয়াই মিঠাই মানে পিংক কালারের হিজাব বুকিং দিয়ে রাখি । পরে আরো দুইটা হিজাব পছন্দ হয় । সবচেয়ে ভাল লাগে আপু বললেন, ” পাখি একটু ওয়েট করো এর চেয়ে ভালটা আসবে! ” আপু বিক্রেতা হিসেবে বেস্ট। আপু ছবি দেওয়ার পর অর্ডার কনফার্ম করলাম। একটা ছিলো আমার Popy Sarker ভাবীর গিফ্ট । আপু উনার পার্সেল এর সাথে পাঠিয়ে দেন। আমার টা পেয়ে আমি অনেকটা সময় বুকে নিয়ে ছিলাম। এতো সুন্দর , ক্লাসি আর আরামদায়ক কি বলবো!!!! আপু কিউট একটা হিজাব পিনও দিয়েছেন গিফ্ট হিসেবে তাতে তোহ আমি আরো খুশি। যাই হোক, আপুর হিজাব এতেটাই সুন্দর যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হিজাবী কাস্টমার দের আপুর হিজাব গিফ্ট করবো ইনশাআল্লাহ …. আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো আর সাথে ভালবাসাও
আবায়া স্টোরির নামাজের হিজাব নিয়েছিলাম আমার আম্মার জন্য, এখন জায়নাব পড়ে বসে আছে মাশা-আল্লাহ । এতো ভালো কোয়ালিটি আর বেশ বড়।আমি বাজারে যা পেয়েছি সব লম্বায় শর্ট ছিলো।এটা একদম পারফেক্ট। কাপড়টাও বেশ ভালো আর সুন্দর লেইস দেয়া।
অনেক ধন্যবাদ মুনিরা আপু আমাদের জন্য খুঁজে খুঁজে ভালো জিনিস এনে দেয়ার জন্য
সুন্দর দুটি দেশীয় হিজাব নেয়ার মাধ্যমে আবায়া স্টোরির রিপিট কাস্টমার হয়ে গেলাম। দেশীয় হিজাব যে এতো সুন্দর আর আরামদায়ক না নিলে বুঝতেই পারতাম না। ধন্যবাদ মুনিরা আপু আর শুভকামনা আপনার আবায়া স্টোরির জন্য। আমি সবসময় হিজাব পড়ি তাই বুঝতেই পারছেন কিছুদিন পর পরই আপনাকে বিরক্ত করবো। আপুর লাল হিজাবে আমার বিজয় দিবস।
সাধারণত আমি হিজাব পরি আর মুখ বেধে রাখি। সেই জন্য বড় হিজাব ই বেশি পছন্দ। অন্য দিকে কাজের ক্ষেত্রে সুতি সফট হিজাব গুলো আমার বেশি পছন্দের। কারণ খুব সহজে আর তাড়াতাড়ি বেধে ফেলতে পারি। আর খুব ই আরাম। Sirajum Munira আপুর থেকে কাল ই হিজাব টা নিয়েছি । মোট ছয় টা হিজাব নিয়েছি। একটা খাদি হিজাব আমার কাস্টমার কে গিফট দিয়েছি । এটা রিভিউ ছিলো না ভালোবাসা ছিলো রিভিউ নিয়ে সুন্দর ছবি তুলে হাজির হবো । মোট ১৫ টা নিবো আপুকে বলেও দিয়েছি
আবায়া স্টোরির হিজাব….
আবায়া স্টোরি আমার Sirajum Munira ময়নাপুর । আপুর একটা পোস্টে কমেন্ট করেছিলাম আমার রিপিট কাস্টমার দের মধ্যে যারা হিজাবী তাদের ময়নাপুর থেকে নেওয়া হিজাব কাস্টমার খাতির হিসেবে উপহার দিবো।
আলহামদুলিল্লাহ আজকে থেকে পথচলা শুরু করলাম