Categories
Abaya story

Interesting Abayas

Most expensive abaya in the world

ডায়মন্ড দিয়ে মোড়ানো আবায়া

বলছি পৃথিবীর সবচেয়ে দামি আবায়ার কথা। ২০১৩ সালে দুবাইয়ে এই আবায়া প্রথম প্রদর্শন করা হয় যার ডিজাইন করেন বিখ্যাত হলিউড পোশাক ডিজাইনার ডেবি উইংহ্যাম।

দুবাইয়ের প্রতি ডেবির দুর্বলতা থাকার কারনে তিনি তার নতুন পোশাক সিরিজের জন্য এই আবায়াটি ডিজাইন করেছিলেন। দুবাইকে তিনি তার সেকেন্ড হোম মনে করেন।

পৃথিবীর সব চেয়ে মুল্যবান লাল ডায়মন্ড আবায়ার মুল্য ১ কোটি ১৭ লক্ষ বা ১০ মিলিয়ন যাকে পৃথিবীর সব চেয়ে মুল্যবান কাপড় হিসেবে ধরা হয়ে থাকে৷

এই আবায়ার এতোটা মুল্যবান হবার প্রধান কারন হচ্ছে পৃথিবীর সব চেয়ে দুর্লভ লাল ডায়মন্ড যা প্রতি ১০ কোটি তে একটি করে খুজে পাওয়া যায়!

এই আবায়াতে মোট ২০০ টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছিল ৫০ টি ২ ক্যারেট এর সাদা ডায়মন্ড, ৫০ টি ২ ক্যারেট এর কালো ডায়মন্ড। বিশাল দুর্লভ লাল ডায়মন্ড ও ১৮৯৯ টি পয়েন্টার ডায়মন্ড যা পুরোপুরি বসানো ছিল প্লাটিনাম এর উপরে।

আবায়া জুরে এই কারুকাজ কর‍তে ২ লক্ষ সেলাই ফোড় দেয়া হয়েছে যা পুরোটাই হাতের সেলাই মেশিনে না আর যা পুরোটা করা হয়েছে ১৪ ক্যারেটের সর্নের উপরে৷

এই সিরিজের আবায়া গুলো কেউ নিতে চাইলে তাকে ডেবির এপয়েনমেন্ট নিতে হবে আগে। ব্যক্তিগত ভাবে সে তার সাথে দেখা করে ডেবির অনুমতি সাপেক্ষে দেখে নিতে পারবেন।

**ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *