আমার এক পাগলী ক্রেতার গল্প
আমার এই ক্রেতাকে আমার চেয়ে বেশি চেনেন আপনারা। বরং তার জন্যেই অনেকেই আবায়া স্টোরির খিমার ও আবায়া কে চেনেন।
এই পর্যন্ত কতো গুলো আবায়া গাউন তার দখলে আছে সেই হিসেব আমি করিনি ও করেনা । কারন সে রিপিট বললে ভুল হবে পার্মানেন্ট কাস্টমার। যে কোন নতুন ডিজাইন তার জন্যই সবার আগে করতে হয় আমার আলহামদুলিল্লাহ। এটাও এমন কিছু ছিল।
এই আবায়ার ডিজাইন টা ছিল কাধের হাতার কাছে বেশি কুচি, একদম বিশাল ঘের ওয়ালা ও সামনে হাটু পর্যন্ত ফাড়া একটা ডিজাইন। তবে এই আবায়া এক দিনে কাপড় কিনে বানাতে দেয়ার ফলে কারিগর সামনের ফাড়াটা এতো ছোট দিয়েছে যে আমি খুব রাগারাগি করেছিলাম তার সাথে।
তবে আমার ক্রেতা এতো লক্ষী সে বলে আপু কোন সমস্যা নেই৷ এটাই পার্ফেক্ট হয়েছে। যদিও আমি বলেছি এটা নিয়ে আবার ঠিক করে ফাড়া টা দিব। তবে এই ছবি গুলো দেখে মনে হচ্ছে এভাবেও অনেক ভালো লাগছে মাশা আল্লাহ।
আমি নিজে সব সময় প্রকৃতির মাঝে ছবি তুলতে পছন্দ করি আর ওর সব ছবি তাই আমার অসম্ভব ভালো লাগে অসম্ভব
মজার একটা বিষয় দেখাই। ওর সব ছবির স্টাইলের সাথে আমার ছবি তোলার ধরন মিলে যায়। আর এবার আবায়াও মিলে গেছে আগে খেয়াল করিনি একদম!
শেষ ছবি টা দেখো