আপু ছবি দেখার পর থেকেই লোভ লেগেছিল কবে পরব,আমি রেগুলার খিমার পরি না তাই আমার জন্য নেয়া হয় নি,তাতে কি আমার আম্মুর জন্য নিয়েছি।আর আমি এখন আম্মুর বাসায় কুমিল্লা বেড়াতে আসছি তাই এই সুযোগে মডেলিং করে ফেল্লাম।করোনার জন্য বাসার বাইরে না যাওয়ার কড়া নির্দেশ তাই ঘরে বসেই এক্টু খানি ঢং।
এবার আমি অনেক জ্বালিয়েছি মুনিরা আপুকে! ছবির বোরকা টার জন্য আপুকে এবার বেশ হ্যাপা পোহাতে হয়েছে কারণ আমার হাতে সময় কম, এদিকে ট্যুরের ডেট ও ফিক্সড হয়ে গেছে আর আমি একদম শেষ মুহূর্তে এসে আপুকে খোচানো শুরু করেছি আমার আবায়া লাগবেই!!! তাও একদম কাস্টমাইজড!
আপুর যে ধৈর্য, মাশআল্লাহ একদম মনমতো সুন্দর একটা বোরকা বানিয়ে দিয়েছে। যেদিন ট্যুরে বের হয়েছি, তার একদিন আগে পিক করেছি এটা।
আপু আমাকে ৩-৪ দিনে এটা রেডি করে দিয়েছে।
অনেক ঘের এর আবায়া গুলো আমার বেশি পছন্দ, আর এটা অনেক বেশি ঘের।
“Abaya story” থেকে একটা বোরখা অর্ডার করেছিলাম। ইচ্ছা ছিল মুনিরা আপুর প্রথম কাস্টমার হবার। আলহামদুলিল্লাহ প্রথম কাস্টমার হয়েছি। আপুকে ইনবক্সে বোরখার মাপ বলে দিয়েছিলাম। কি ম্যাটেরিয়াল হবে কেমন বানাবে এসব নিয়ে আমার কোন টেনশন ছিল না। আমি আপুকে খুব রিলাক্স হয়ে বোরখাটা বানাতে বলেছিলাম যেন কোন প্রেসার না নিতে হয় তাকে। সবকিছুর প্রথম বলে একটা কথা থাকে। প্রথম কাজ ভুল হতেই পারে তাই আমিও কোন টেনশন মাথায় নেইনি। আপুর উপর ছেড়ে দিয়েছিলাম।
আজ বোরখা ডেলিভারি পেলাম। গতরাতে আপু জানিয়ে দিয়েছিলেন যে উনি ডেলিভারির জন্য দিয়ে দিয়েছেন। আজ দুপুরে ডেলিভারি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে বোরখাটা পরে ফেললাম আপুকে ছবিও পাঠালাম। ডিজাইন,মাপ ,কাপড় সবই আলহামদুলিল্লাহ সন্তোষজনক ছিল। প্রথম হিসাবে কোন ত্রুটি রাখেনি আপু। ডেলিভারি ও এত তাড়াতাড়ি দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ।
বেশি ভালো লেগেছে আপুর লেখা ভালোবাসা মাখা এই চিরকুট টা। কত সুন্দর করে লিখেছেন মাশাআল্লাহ!! তার মানে উনি কাজ প্রথম করলেও উনার প্ল্যান অনেক আগে থেকে গোছানো ছিল, এজন্য প্রথম ডেলিভারিটা উনি এত সুন্দর ভাবে করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা Sirajum Muniraআপুকে।
আপনার ‘Abaya story’ অনেক দূর এগিয়ে যাক দোয়া করি।
উই এর কল্যানে অনলাইনে বিক্রেতা হয়েছি আলহামদুলিল্লাহ৷ তবে কিছু ক্রেতাও হয়েছি৷ অনলাইন কেনাকাটায় আগে যে ভরসাটা থাকতো শূন্যে এখন উই থাকায় সেটা সবার আগে প্রায়োরিটি পায়৷ এবার উই এর একজন অতি পরিচিত মুখ ও মডারেটর আপু Sirajum Munira আপুর থেকে নিয়েছিলাম খিমার সেট৷ হাফসা আপুর খিমার পরা ছবিগুলো দেখে সত্যি আপুর আবায়া স্টোরির ফ্যান হয়ে গিয়েছি৷ আর তাই যখনই সুযোগ পেলাম খিমার সেট কেনার আপুকেই সাথে সাথে নক দিলাম৷ আমাদের নতুন ভাবির জন্য কাস্টমাইজড একটা খিমার সেট দরকার ছিলো৷ আপুকে বলার আপু ঠিক সময়মতো সুন্দর করে রেডি করে দিয়েছেন৷ আপুর ব্যবহার অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ৷ সবথেকে ভালো লেগেছে আপুর আমাকে সময় দেয়াটা৷ প্রতিটা বিষয় খুটিনাটি জেনে করে দিয়েছেন৷ কাস্টমাইজড যেহেতু সেজন্য । আপুর ব্যবহারে মুগ্ধ হয়ে ভাইয়া ভাবির জন্য নামাজের হিজাব ও নিতে বলে আপুর থেকে৷ আলহামদুলিল্লাহ আপুও সেটা পাঠিয়ে দেয়। সত্যি খুব ভালে হয়েছে আপুর কাজ৷ আলহামদুলিল্লাহ৷ যার জন্য আনা মানে আমাদের নতুন ভাবির অনেক পছন্দ হয়ছে৷ আমিও দায়িত্ব নিয়ে বলেছিলাম আপুর কথা আর আলহামদুলিল্লাহ আপুও সেটা সুন্দর ভাবে মূল্যায়ন করেছেন৷ অনেক ধন্যবাদ আপু৷ আর সরি আপু ব্যস্ততার জন্য একটু লেট হয়ে গেলো রিভিও দিতে৷ আর অবশ্যই অনেক ধন্যবাদ গিফট হিসেবে পাওয়া হিজাব পিন ও ফ্রী ডেলিভারি দেয়ার জন্য ।
Sirajum Munira আপুকে চিনি আমি আপুর পোস্ট এর লেখার মাধ্যমে, আপুর লেখায় গল্পের মাধ্যমে যা ফুটিয়ে তোলেন ভীষণ ই টানতো আমাকে।।। আড্ডাতে ও আপুর কথা শুনতাম, এত কনফিডেন্ট ভয়েস৷ খুব ভালো লাগতো। অনেক আগে থেকে ই ইচ্ছা আপুর ক্রেতা হবো।। এই সেই করে আর হয়ে উঠেনা, সবথেকে বড় কথা নিজে তো আবায়া পরিনা, তাই আর তাড়া কাজ করেনাই।। এর মাঝেই কিছুদিন আগে মনে হলো শাশুমা র জন্য বোরখা অর্ডার করি। করে ফেললাম সুন্দর একটা বোরখা প্লাস খিমার।।। মনের আশা পূর্ণ হলো।।। এর কদিন পর দেখি আপুর হিজাব এ স্যার এর কমেন্ট। অনেক দিন পর স্যার যার সেল এ ই কমেন্ট করেছেন, আমি ট্রাই করেছি একটু একটু অংশ নিতে।। কেননা অনেক দিন পর আগের দিনের কেনাকাটার মজা পাচ্ছিলাম। স্যার এর কমেন্ট দেখে ই আমি আপুকে নক দেই হিজাব দেখতেছি, এর মাঝেই একটা নোটিফিকেশন আসে যে দেলোয়ার ভাইয়া কিছু একটায় আমাকে মেনশন করেছেন।। আমিতো দেখে রীতিমতো অবাক। ভাইয়া আপুর পোস্ট এ আমাকে কমেন্ট করেছেন যেন আমি একটা হিজাব পছন্দ করি।। আমি আসলেই এতটা খাতির পাওয়ার যোগ্য কিনা জানিনা তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ই প্লিজড হয়েছি।। তারপর ও আপুর কাছে ব্ল্যাক হিজাব চেয়ে তো কতবার নক দেই,, আপু ও এনে রাখে।। কিন্তু এটাও সারপ্রাইজ, বলেই নি আমাকে। Naharay Jannat Misty আপু নাকি গিফট করবে ( এটা আজ জানলাম মাত্র মেমো তে লিখা) আমি ভালোবাসায় সিক্ত একদম । তারপর আমি আবার একটা পার্পল হিজাব ও সেলেক্ট করি।।।
মা র বোরখা রেডি, সব মিলিয়ে আজ আপু পার্সেল পেলাম। অসাধারণ।।। আমি হিজাবের ভক্ত। জামা কিনে আগে হিজাব কিনি পরে বানাই এরকম অবস্থা।। এর মাঝে হিজাব গুলো যদি হয় এত্ত সফট তাহলে তো কতবার যে কিনতে হবে।।। ভালোবাসা মুনিরা আপু। পিন গুলো কিন্তু খুব ই কিউট।।। আপু ইনার ক্যাপ ও রাখবেন প্লিজ আপনার কাছে । লাস্টলি বলবো পছন্দের একজনের কাছে শপিং করলাম সাথে এত এত ভালোবাসা পেলাম। একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হয়ে রইলো। জীবনে স্মরণীয় একটা শপিং।।।
Sirajum Munira আপুর খিমার, এখন পযর্ন্ত আমার কালেকশনের বেস্ট খিমার। কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের ফিনিশিং এতো ভালো, আমি সন্তুষ্ট। আপুর কাস্টমার খাতিরে মুগ্ধ হয়ে গিয়েছি। ডেলিভারি চার্জ তো ফ্রি দিয়েছেন, তার সাথে আরও একটা খাতির করেছেন – আমি খিমার সেটটা অডার করার ১৫/২০ দিন পরে আপুর একটা খিমার সেটের ভিডিও তে দেখলাম, খিমারের স্কার্টে হিডেন পকেট দেওয়া যায় যা আমি জানতাম না। সেইটা দেখার সাথে সাথে আপুকে নক দিলাম যে আমারটায় হিডেন পকেট দিয়ে করে দেওয়া যাবে কি না। আপু বললেন যাবে কিন্তু ১০০ টাকা বেশি দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কারণ হিডেন পকেটটা আমার বেশ ভালো লেগেছে।
কিন্তু মজার বিষয় হলো আপু টোটাল বিল দেওয়ার সময় সেই ১০০ টাকা ধরেন নি। আমি মনে করিয়ে দেওয়ায় আপু বললেন- আপু ঐটা আমার মনে আছে, কিন্তু ঐ টাকাটা নিবো না। পরে যখন আবার নিবেন তখন দিয়েন। টাকার পরিমানটা হয়তো অল্প কিন্তু আপুর আন্তরিকতাটা ছিল বিশাল। এমন কাস্টমার খাতির পেয়ে তো আমি মহা খুশি। আপুর থেকে অনেক কিছু শেখার আছে, দেখছি আর শিখছি প্রতিনিয়ত। আপু আপনার জন্য এত্তো গুলো ভালোবাসা আর দোয়া। আমার খিমার, আমার মেয়ে দখল করে ফেলেছিল। তাই আপু আমার মেয়েকেও একটি খিমার বানিয়ে দিয়েছেন। সেই রিভিউ অন্য একদিন দিব।
Sirajum Munira আপুর কাছ থেকে নেওয়া আমার প্রথম খিমারসেট।।অনেকদিন থেকে মাথায় ঘুরছিল এই কন্ট্রাস্টে একটা খিমারসেট আমি বানাবো।।ট্রাস্টেড তেমন কাউকে পেলাম না।। তারপর হঠাৎ ই মুনিরা আপুর কথা মনে পরলো।। আমি টাকা ম্যানেজ হতেই আপুকে নক করলাম।।এত পারফেক্ট আর এত সুন্দরভাবে আপু খিমারসেট টা আমাকে মেক করে দিলো আলহামদুলিল্লাহ্। কাপড় টা এতটা সুন্দর, মার্কেটের গুলা আপুর খিমারসেটের সাথে কোনভাবেই তুলনার যোগ্য না।।একদম মনমতো একটা খিমারসেট মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে হাজার কোটি আলহামদুলিল্লাহ্। আর আপুর ব্যবহার কি বলবো, মাশাআল্লাহ!! অনেক প্রশ্ন করছি, অনেক জ্বালাইছি কিন্তু আপু একটুও বিরক্ত হন নায়।। দোয়া করবেন আপু এরপর আরো দুইটা কালার সিলেক্ট করে রাখছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে নেবো।। আপুর জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো। দোয়া করি আপু অনেকদূর এগিয়ে যান!!
★অনেকগুলা ছবি দেবার জন্য দুঃখিত।। আসলে আমার খিমারসেট টা এতই পছন্দ হইছে তাই ইচ্ছা করলো অনেকগুলা ছবি দিতে
দেরি হওয়ার জন্য আগেই সরি বলে নিচ্ছি আপু।। প্রথম খিমারটা পড়ে আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম “বলতো আমাকে কেমন লাগছে?” তার দার্শনিকের মতো উত্তর ঃ “যতো দামি জিনিস ততো উন্নত সিকিউরিটি সিস্টেম। দেখোনা স্বর্ণ অলঙ্কার মানুষ লকারে লক করে রাখে! নারী আল্লাহর তৈরী সবচেয়ে দামী জিনিস, তাই তাদের ও নিজেকে লক করে রাখা উচিত !! তোমাকে একেবারে সুলতানাদের মতো লাগছে আপু “”খিমারসেটটি পরলে আমার কাছে নিজেকে সত্যি সত্যি সুলতানা মনে হয়। এত্তো আরাম, মনে হয় মখমলের ড্রেস পড়ে আছি। সময় ও সুযোগের অভাবে ছবি উঠাতে পারিনি আপু তাই রিভিউ দিতে অনেক বেশি দেরি হয়ে গেলো।আবারো সরি।
আপনাকে আমি অনেক পেরেশানি দিয়েছি। কিছু মনে করবেন না। বোন ই তো বোনকে জ্বালাবে তাই না!!
মা কে এত বোরখা কিনে দিয়েছি, কিন্তু কোনটা ই শেষ মেশ পড়তে পান না। একটু স্বাস্থ্য জন্য বাজারের সুন্দর রেডিমেট বোরখা গুলো মা র হলেও এত ফিটিং হয় যে নিঃশ্বাস নিতে পারে না এমন এবং মা আরাম ফিল করেনা।।। মা সব সময় বলেন আমি নাকি তাকে মেয়ের মত খেয়াল করে দেখি সব সময়। তার দরকার নাকি বুঝে ফেলি।। অনেক দিন থেকে আপুর ক্রেতা হওয়ার খুব ইচ্ছা। এত ভালো লাগে আপুকে। পরে হঠাৎ ই মনে হলো মা র বোরখা দিয়ে ই শুরু হোক। চয়েছিং নিয়ে বেশ সময় নিয়েছি, আসলে মা র জিনিস তো বুঝে উঠছিলাম না, কোন টা ভালো লাগবে। লাস্টলি এটা নিলাম। মাপ দিলাম। এবং আপু টা সুন্দর পরিপাটি ভাবে বানিয়ে দিলেন।।। আসলেই এত বেশি সুন্দর হইছে। মা কে আমি কুরিয়ার এ ই পাঠিয়ে দেই। সেটা পরেই মা আমার বাসায় এসছেন এবার।।। খুব খুব পছন্দ করেছেন। এটা ই শান্তি আমার জন্য।।। ইভেন মা খুব খুশি যে বোরখা টা যাদের দেখিয়েছেন সবাই পছন্দ করেছে। খুশি টা মুখে ই বুঝা যাচ্ছিলো৷ আসলে এই বয়স টা ই এমন, বাচ্চাদের মত। কেউ প্রশংসা করলে খুশি লাগে৷৷ মা র ছেলের বৌ বানিয়ে পাঠাইছে, সেটা আবার বিল্ডিং এর সবাই চুজ করছে এ খুশি মার হাসিতে ই বুঝতে পারছিলাম।।।মুনিরা আপু সব কিছুর পিছনে কিন্তু আপনার ই অবদান। এই শান্তি গুলো ই প্রাপ্তি। কোয়ালিটি নিয়ে বলার কোন অপেক্ষা ই থাকেনা, পড়ে ঘুমিয়ে পরা যাবে৷ এত তুলতুল আরাম অনেএএএএক ধন্যবাদ আপু। ভালোবাসা এবং দুয়া থাকবে আপু সব সময়।।। শুভকামনা Abaya Story র জন্য।
★★★আপুর কাজ, আপুর ব্যবহার, আপুর কাস্তোমার সার্ভিস এ সত্যিই আমি মুগ্ধ।।। অবশ্যই আপুর কাস্টমার হবো ইন শা আল্লাহ।।।। মনে হচ্ছে এখন ই আমার আম্মুর জন্য বানাতে দেই, কিন্তু আর কিছুদিন পরে ইন শা আল্লাহ দিবো।।। আপু সত্যিই খুব খুব খুশি আপনার বোরখা টা পেয়ে মা কে খুশি করতে পেরেছি তাই।।। মা কে পোজ দিয়ে ছিবি ও তুলেছি ।
N.B: এই বোরখা টা স্যার এ গ্রুপে এক্টিভ হওয়ার আগে বানাতে দেয়া। সো ভাবার কোন অপশন নেই স্যার কে দেখে এখানেও তাল দিতে এসেছি৷ (আসলে ইদানীং এই কথা খুব বেশি শুনতে পাই যে আমি অতিরিক্ত তাল দিচ্ছি )।।।
উই তে একটিভ হওয়ার পর থেকে আপু কে চিনি।আপুর স্টোরি টেলিং টা আমার বেশ ভালো লাগতো। তারপর একদিন দেখলাম পিচ কালারের খিমার পরা হাফসা আপুর রিভিউ! মাথা পুরাই আউলাই গেল।প্রথমে নিজের জন্য নেওয়া প্লান থাকলেও পরে ডিসাইড হলো ভাবি ও নিবে সাথে আম্মু ও! তো আর কি প্রিয় Sirajum Munira আপুকে বললাম ৩ খানা খিমার আমার চাই। আপু এতটা আন্তরিক কথা না বললে বুঝতেই পারতামনা।আপু একদম মাপ মত সব গুলো বানিয়ে দিয়েছেন।আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো।বেশ আরামদায়ক আর সফ্ট।
আবারও অনেক ধন্যবাদ আপু এত দারুণ একটা জিনিস আমাকে পরার সুযোগ করে দেওয়ার জন্য।