
মেয়েদের মনের সবচাইতে কাছে কে থাকে বলেন তো?? আমার তো…মা এবং আমি যার মা। নিজে কিছু কেনার চাইতে এদের কিনে দিতে পারলে শান্তি বেশি লাগে। Sirajum Munira বুর থেকে নিলাঞ্জনা শাল টা নেওয়ার পর আম্মু হাতে নিয়ে দেখেছে বার বার। আমি একবার জিজ্ঞাস করেছি শুধু নিবে কিনা, আম্মু সাথে সাথে রাজি আলহামদুলিল্লাহ। এমনিতে তাকে জোর করলেও কিছু কিনে দেওয়া যায় না, শুধু বলবে তার আছে আর লাগবে না। এই শাল টা আমি নিজে ৪-৫ দিন পড়েছি, আমারও খুবই পছন্দ শাল টা। তবে এখন আম্মুকে পরা দেখে শালটা আরও বেশি সুন্দর লাগছে আমার।