“কাঠগোলাপের রং এর মায়ায় জড়িয়ে
কুচকুচে কালো লাগছে তোমায় ভালো…”
এটা আমার চান রাতের কেনাকাটা ছিলো
চানরাতে ইনবক্সের ঝড় সামলানোর ফাকে আমি Sirajum Munira আপুকে ফোন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে এই ডিজাইন বলেছিলাম। আমি সারাজীবন মিস করতাম এমন কাউকে যাকে আমি আমার মনের ডিজাইন গুলো বললে অটোমেটিক আমার আবায়া রেডি হয়ে যাবে
কারণ একটা কাস্টমাইজড আবায়া আর বোরকা বানানোর পিছনে যেই পেরা। এরপরে দেখা যায় মনমতো হচ্ছেনা আর প্রাইস টা তো পরে যায় এক্কেবারে সাধ্যের বাইরে। কিন্তু এখন আর আমি কাউকে মিস করিনা।
মুনিরা আপুকে জ্বালাতেই এখন শান্তি লাগে বেশি।
আমি সবসময় এলিগ্যান্ট এবং আনকমন আবায়া পছন্দ করি,মানে গতানুগতিক একঢালা সবার থাকবেনা। মার্কেটে যে আবায়া থাকে তা তো ৫০০-১০০০ পিস বানানো হয়ে যায়।সেইরকম কমন লাগে দেখতে।
সেইদিক থেকে কাস্টমাইজড আবায়ায় শান্তি অনেক আর আবায়ার ডিজাইন টা আরও সুন্দর করে কিভাবে ফুটিয়ে তোলা যায় এইরকম এক্সপার্ট যদি কাউকে পাওয়া যায় তাহলে আর কি লাগে?
মুনিরা আপু আবায়ার ব্যাপারে এক্সপার্ট। উনি বুঝে কোনটাতে ঘের বেশি দিলে মারাত্মক সুন্দর লাগবে আর কোনটা কেমন লাগবে। এই জন্যই আপুর আবায়ার ফ্যান আমি আপুর প্রতিটা আবায়ার পিছনে মারাত্মক মেধা থাকে সেগুলো আবায়ার ডিজাইন দেখেই বোঝা যায়।
এটা কিন্তু কোনো রিভিউ না, এটা পছন্দ আর ভালোবাসা প্রকাশ মাত্র
আপু আমি কিন্তু আপনাকে ধন্যবাদ দিচ্ছিনা ।