অাসসালামু আলাইকুম
কেমন অাছেন সবাই
অাজ বলব পিচ্চি কাফতানের গল্প
অামি বোরখা পরি ক্লাস এইট থেকে। প্রথম বোরখা টা মামা কুয়েত থেকে এনে দিয়েছিলেন। এর পর অাজ পর্যন্ত অনেক রঙের বোরকা পরেছি। তবে ৭/৮ বছর শুধু কালো রঙের টাই পরি। এত এত বোরখা পরে যেটা মনে হয়েছে চেরি কাপড়টার বোরখা অাগে কখনো পরি নাই। মানে এমন অারামদায়ক কাপড় অার এত সফট অামি ধরে অনেক ক্ষন বসে ছিলাম। তার পর মেয়ে কেড়ে নিল, কারন কাফতান টা তার। মেয়ে বোরখা পরে ২০১৮ থেকে তার গুলো ও সৌদি থেকে এনেছিলাম ওমরা করে অাসার সময় । প্রথম কিনলাম এবার। মেয়ে খুব খুশি। মডেল সহ ছবি দিতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হলো না। পরে এক সময় দিব ইনশাআল্লাহ।
কাফতানের গল্প হলো কিন্তু নিয়েছি কার কাছ থেকে সেটা এখনো বলা হয় না। অামি জানি অাপনেরা ঠিক বুঝেছেন। অামার খুব প্রিয় অাপুর কাছ থেকে নিয়েছি। অাপুকে নিয়ে বলার কিছু নেই। আমার দেখা একজন অসম্ভব ভালো মানুষ।Sirajum Munira আপুর। অাপুর ব্যবহার, কথা সব কিছুতেই আমি বরাবরই মুগ্ধ। অনেক ভালোবাসা অাপু।
অাপনার জন্য অাবায়া স্টোরির জন্য অনেক অনেক দোয়া।
ও অার একটা কথা বলা হয় নাই আপুর সাথে অামার B2C হয়ে গেছে অাপুও অামার Rukaiya’s Closet এর চাদর নিয়েছেন।
অাপুর মত সুন্দর লেখা শিখতে হবে। চেষ্টায় অাছি…