অবশেষে আমি ইহাকে পাইলাম
এই অল্প কিছু পরিচিত জনের মধ্যে আমার দেখা উই গ্রুপের সবথেকে অমায়িক একজন মানুষ। Munira আপু। বোরকা বানানো খুব জরুরি হয়ে পড়েছিলো। গ্রুপে পোস্ট দিয়ে কাউকে পাইনি। আসলে তখন নিয়মিত ছিলাম না। তাই আমার পোস্ট কেউ দেখতে পায়নি। সার্স দিয়ে মুনিরা আপুকে খুঁজে পেয়েছিলাম। আপুর সাথে কথা বলে খুব ভালো লাগছিলো।
এবার আসি কোয়ালিটির ব্যাপারে। কাপড়ের কোয়ালিটি আপু যেমন বলেছে, ঠিক তেমন। খুব ই সফট আর আরামদায়ক। রঙ টা আমি একটু হালকা চেয়েছিলাম তবে আলোর তারতম্যের কারনে, কিছুটা অসুবিধা হয়েছিলো। তবে এই রঙ টা আরো সুন্দর। আমার শ্বাশুড়ি খুব পছন্দ করেছে।
কথায় কথায় বলেছিলাম সদরে যাওয়া এখন একটু অসুবিধা। আপু তাই খুব আপনজনের মতো আমার সমস্যা বুঝতে পেরে হোম ডেলিভারি করে দিয়েছেন। অনেক ধন্যবাদ মুনিরা আপু। সবকিছু ঠিক আছে কিনা জানতে চেয়েছিলেন। রিভিউ আকারে জানিয়ে দিলাম। আপনার আর মিহির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আর আপু গিফট হিসেবে দিয়েছেন এই সুন্দর হিজাব পিন টা। সাথে একটা ভালোবাসা ভরা চিরকুট।
আচ্ছা একটা ব্যাপার হঠাৎ করেই খেয়াল করলাম। আমার নতুন বোরকার সাথে আমার এই মসলিন ওড়না টা খুব মানানসই। তাই ভাবছি আমিও একটা রেখে দিবো।
স্বত্বাধিকারী – বাবুই ঘর