মাশা আল্লাহ আরেকজন গুনি ক্রেতা পেয়েছি!!
Fahima Afroj আপু হিজাব নিয়েছিলেন এতো দ্রুত হিজাব গুলো বুকড হয়েছিল যে আমি এখনো আবার আনার আগে পোস্ট করার সাহস পাইনা। আপু গতকাল রিভিউ দিয়েছিলেন৷ আর কাল সারা বিকেল জুমে অসাধারণ একটা মিটিং শেষ করার পরে ডক্টর দেখাতে যেয়ে বাসায় ফিরেছি রাত ১০ টায়। এর মাঝেই আপুর মেসেজ ও পোস্ট দেখে মন ভালো হয়ে গেল!

আপুর নামে ক্লিক করেই আরো ভালো লাগছে যে সব আনকমন ও নজর কাড়া সব কিছু নিয়ে আপুর কাজ! এগুলো দেখে কল্পনা করছি নিজের রুমে এমন সুন্দর সেট করে সব গোছালে কেমন হবে!তবে পিচ কালারের প্রতি অসম্ভব দুর্বলতা থাকার কারনে চোখে আটকে আছে চাদর টাও!
অসংখ্য ধন্যবাদ আপু এই অসাধারণ রিভিউ এর জন্য। আপনাদের ভালোবাসা ও গুনে সত্যি সব সময় মুগ্ধ। আলহামদুলিল্লাহ আমাদের আবায়া স্টোরির প্রতিটি ক্রেতাই অসাধারণ।