এবার আমি অনেক জ্বালিয়েছি মুনিরা আপুকে! ছবির বোরকা টার জন্য আপুকে এবার বেশ হ্যাপা পোহাতে হয়েছে কারণ আমার হাতে সময় কম, এদিকে ট্যুরের ডেট ও ফিক্সড হয়ে গেছে আর আমি একদম শেষ মুহূর্তে এসে আপুকে খোচানো শুরু করেছি আমার আবায়া লাগবেই!!! তাও একদম কাস্টমাইজড!

আপুর যে ধৈর্য, মাশআল্লাহ একদম মনমতো সুন্দর একটা বোরকা বানিয়ে দিয়েছে। যেদিন ট্যুরে বের হয়েছি, তার একদিন আগে পিক করেছি এটা। আপু আমাকে ৩-৪ দিনে এটা রেডি করে দিয়েছে। অনেক ঘের এর আবায়া গুলো আমার বেশি পছন্দ, আর এটা অনেক বেশি ঘের।

Sirajum Munira আপুউ এটার জন্য ও ধন্যবাদ দিবোনা আমার জ্বালানো এভাবেই সহ্য করবেন