Categories
Customer Reviews

হাফসা খানম – আবায়া

রিভিউ পোস্ট 

আবায়া স্টোরি sirajum munira আপু,

আমাদের আবায়া আপু।আপু গ্রুপের মডারেটর ও। আপুর আবায়া স্টোরি গুলো আমার কাছে ভালো লাগে। সুন্দর ভাবে আবায়া নিয়ে গল্প লিখে আপু।

আবায়া

আমি আবায়ার প্রতি সবসময়ই দুর্বল।আপুর আবায়া গুলো তো সত্যিই নজরকাড়ার মতো।আপুকে নক করলাম আপু আমি আবায়া নিবো।আপুর ব্যবহার এ তো আমি মুগ্ধ। এত সুন্দর করে কথা বলে কোন বিরক্তি নেই।

আবায়া

আপু বানিয়ে পাঠিয়ে দিলো, আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি হাতে পাওয়ার পর।এত সুন্দর আবায়া আর সেলাই ফিনিশিং ও অনেক ভালো।আর হাতাটা তো অসম্ভব সুন্দর।সবকিছু মিলিয়ে আবায়ার রুপে আমি পাগল প্রায়।

আবায়ার সাথে থাকা আপুর ভালোবাসা মাখা চিরকুট ও একটা গিফট ও পেয়েছি। অবশেষে জানতে পারলাম আপু বরিশাল এর।আমিও বরিশাল এর।খুবই ভালো লাগলো আপুর আন্তরিকতা দেখে।

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা আবায়ার জন্য।ভালোবাসা, দোয়া থাকবে সবসময় আপনার জন্য।

দুঃখিত আপু একটু দেরী হয়ে গেলো রিভিউ দিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *