উই তে চলছে শাল এর মেলা। দেশী শাল কিনি আর না কিনি আমরা যেন অন্তত দেশী শালের পোস্ট গুলোতে লাইক কমেন্ট করি এটাই Razib Ahmed স্যার বলেছেন, তাতে দেশী শালের প্রচার বাড়বে,দেশী পন্যের অগ্রগতি হবে। এতো সুন্দর সুন্দর দেশী শালের ভিড়ে নিজে না কিনে তো বসে থাকতে পারিনি তাই আমি নিয়েছিলাম Sirajum Munira আপুর থেকে এই সুন্দর নীল শালটি কি যে সুন্দর!! সেদিন Monika Ahmed মনিকা আপুর মিট আপ এ পরেছি আর সবার প্রশংসা পেয়েছি। ভালো লাগছে যখন বাসা থেকে বার হচ্ছি শালটা পড়ে তখন মা (শ্বাশুরি) আমার বাসায় ছিলেন, উনি দেখে বললেন- খুব সুন্দর তো শালটা আর তোমাকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ।
দেশী শাল পরে গর্বিত আমি।
Shoma Zafrin Jahan, ওনার এন্ড ফাওন্ডার, Closet_by_Zafrin