আজকে সারা দিন দেশি হিজাব পরে বাইরে ছিলাম। এবং একটু ও গরম লাগেনি৷ এক পাশে ওড়না পিন আপ করে দৌড়ে বাসে উঠেছি একটু ও ঝামেলা হয় নি। জার্নি করে বাসায় ফিরেছি মাত্র। সকাল ১১ টায় হিজাব পরেছি এবং এখন বাসায় আসলাম আর মাঝে দু ঘন্টা হিজাব ছাড়া ছিলাম কারন বাসায় ছিলাম তখন। খুব ই লাইট ওয়েট, ক্লাসি এবং গর্জিয়াছ।
ধন্যবাদ মনিরা আপু।