Categories
Customer Reviews

সিদরাত ফারজানা আঁখি – বোরখা

রিভিউ_পোস্ট

বিকালে মেয়ে ঘুমে ছিলো, কাজ-টাজ না পেয়ে ভাবছিলাম শাড়ি পরে ফটোসেশান করবো। কিন্তু পরে অাবার অালসেমি করে পরলাম না, তারপরে ভাবলাম অাবায়া পরেই ফটোসেশান করে ফেলি। ঠিক তখন বর মহাশয় অাসলেন, এসেই ফটোসেশান করতে দেখে বললেন,”এটা সেই বোরকা যার সাথে চিরকুট পেয়েছো? অামি হ্যাঁ বলার পরে বললো,”সুন্দর হয়েছে তো, অামার মেয়েকেও রমজানে বোরকা-হিজাব বানিয়ে দিতে বলো অাপুকে। Sirajum Munira অাপু, ১৫ মাসের বাচ্চার জন্য কিভাবে অাবায়া বানাবেন জানিনা। তবে বানায় দিতে হবে।

মেয়ের জন্মের পরে অনেকগুলো বোরকা কিনেছি, দেশী-বিদেশী কত রকম! কিন্তু কিছুতেই কম্ফোর্টেবল হতো না, এটা এতো অারামের! কত সময় যে বিকালে পরে ছিলাম।

অালহামদুলিল্লাহ, অাপু। শুভ কামনা রইলো।

অাবায়া স্টোরি নিয়ে এগিয়ে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *