Categories
Abaya

শীতকালীন স্মার্ট আবায়া

কামিজ স্কার্ট বা টু পার্ট আবায়া সেট

চলে আসছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই ঠান্ডা আবহাওয়া তে আমরা যারা আবায়া পরি তাদের ইকটু বিপাকেক পরতে হয় কিছু কারনে।

সহজে আবায়ার নিচে সোয়েটার বা গরম কিছু পরা যায়না কারন পরে বাইরে বের হলে ওয়েদার গরম হলে খোলার উপায় থাকেনা। আবার আবায়ার উপরেও শাল জড়িয়ে নিলে একটা সহজ সমাধান করা সম্ভব।

এই দুই পার্ট এডযাস্ট করা কামিজ স্টাইল আবায়াটা ছিল আবায়া স্টোরির প্রথম কাজ আলহামদুলিল্লাহ।

শীতকালীন স্মার্ট আবায়া

আর করেছিলাম আমাদের Sonya Parvin আপুর জন্য।

আজ হঠাৎ করেই মনে হলো এই আবায়ার কথা।

শীতকালে আমাদের জন্য দুই পার্ট এর আবায়া গুলো সব চেয়ে উপোযোগী৷ দুই পার্ট হবার ফলে ঠান্ডাও কম লাগে আবার এই ডিজাইন টাই স্কার্ট ও শার্ট আলাদা ভাবে বানালেই হয়ে যাবে গ্রীষ্মের আবায়া।

দারুন না বিষয় টা??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *