Categories
Customer Reviews

রুবাইয়া স্বর্ণা – খিমার

আসসালামু আলাইকুম

উই এ বিক্রি না হলেও উই থেকে প্রথম কেনাকাটা করেই ফেললাম।আমার আপুমনির জন্য খিমার অর্ডার করেছিলাম Abaya Story এর Sirajum Munira আপুর থেকে। প্রথমে খিমারের হাতায় একটু সমস্যা হলে আপু নিজে থেকে আরেকটি নতুন হাতা সেলাই করে পাঠিয়ে দেন। ঈদের আগে ভাবা যায়! কাস্টোমারকে খুশি করতে আপুর জুড়ি নেই। খুব শীঘ্রই আরেকটা খিমার অর্ডার করবো আপুর কাছে। আপুর জন্য শুভকামনা আপুর কাছে আমিও শিখলাম। আমার জন্যও সবাই দোয়া করবেন। সুযোগ পেয়ে নিজের পরিচয়টাও দিয়ে যাই—

স্বর্ণা

স্বত্তাধিকারীঃ লাল পিরাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *