উইতে আছি বেশ ক’মাস ধরে। প্রতিদিন ই কিছু পোস্ট পড়ি। নানান রিভিউ দেখি। আজ নিজেই রিভিউ দিতে চলে এলাম। আমার অনলাইন থেকে প্রথম নিজের জন্য আবায়া নাওয়া। বহুদিন আগেই নক করে রেখেছিলাম মিষ্টি একজন আপুকে। আপুর ব্যবহারে আমি মুগ্ধ। এত্ত ভাল মানুষ আপু। ওহ কে সে? সে আমাদের মিষ্টি আপু Sirajum Munira। হ্যাঁ, আপুর কাছ থেকে আবায়া নিলাম। আর কি হলো জানেন? হাতে পেয়েই আগে খুলেই পরে নিলাম। আমি অনেক খুশি হয়েছি আর আপুর থেকে এত সাপোর্ট পেয়েছি, কি বলবো! আপু আপনি সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ। আপু একটা গিফট ও দিয়েছে হিজাব পিন।ধন্যবাদ আপু। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
