উইয়ের কল্যানে যখন সবকিছু হাতের মুঠোয় পাওয়া যায় তখন আর কোথায় যাই..!! অনেক ব্যাস্ততার মাঝেও কিছু দায়িত্ব পালন করতেই হয়..!!!
আসসালামু আলাইকুম আমি আজকে একটি রিভিউ নিয়ে হাজির হলাম।
অনেক দিন আগে থেকে আমার বোন আমাকে বলেছিল যে আরামদায়ক কোন কাপড়ের আবায়া বানিয়ে দিতে তো আমি আমার পছন্দ মতো কাপড় পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমাদের সবার চেনা Abaya Story এর Sirajum Munira আপুর কথা মনে হলো তো ভাবলাম আপুর কাছেই আমার আপুর আবায়া বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ। আলহামদুলিল্লাহ আবায়া এসেছে অনেকদিন হলো কিন্তু আমার বোন আমার বাসায় আসতে দেরী হওয়ার জন্য রিভিউ দিতে পারছিলাম না। যাক সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রিভিউ নিয়ে হাজির।আলহামদুলিল্লাহ আপুর আবায়া খুব পছন্দ হয়েছে। কিন্তু একটু লম্বায় এক ইঞ্চি ছোট হওয়ার কারণে আমরা বুদ্ধি করে আমাদের মায়ের জন্য আবায়া ট্রান্সফার করে ফেলি ।

এখন আপুর জন্য আবার অর্ডার করবো ইনশাআল্লাহ। তো এইরকম কিছু দায়িত্ব পালন না করলে নিজের খারাপ লাগা থেকে যায় তাইনা?আপু আপনি ওয়েট করেন আমি আরো জালাবো ওহ্ হ্যাঁ আপুর ব্যাবহার মাশা-আল্লাহ অনেক অনেক ভালো যা আমাকে মুগ্ধ করেছে।

সবশেষে আমার পরিচয় দিয়ে যাই
আমি মোর্শেদা আফিফাহ্।
বিঃদ্রঃ আপু নিজের পিক শেয়ার করে না তাই এমনি আবায়ার পিক দিলাম।