
আমি দুঃখিত আপু।
এত দেরি করে রিভিউ নিয়ে এসেছি। আমি এসেছি আবায়া স্টোরির শাল এর রিভিউ নিয়ে। অনেক দিনের ইচ্ছে আবায়া স্টোরির কাস্টমার হবো। কিন্তু আমিও বেবি ড্রেস, আবায়া, হিজাব নিয়ে কাজ করি বলে নিবো নিবো করে নেওয়াই হয়না। কিন্তু আপুকে এতো ভালোবাসি যে তার কাস্টমার আমাকে হতেই হবে। তাই আপুকে কিছুদিন আগে নক করলাম। বোরকা আর হিজাবের ছবি দিলাম। এরপর আপু বললেন শাল এসেছে আপু। আমি একদমই তড়িঘড়ি করে শাল খুজতে আবায়া স্টোরিতে চলে গেলাম আর আপুকে একটা শালের ছবি দিয়ে বললাম এটা আমার জন্য কনফার্ম করেন। আমি মূল্যও জানতে চাইনি। আপু অর্ডার কনফার্ম করলেন। পরে মূল্য জানতে চাইলাম আর এডভান্স পে করতে চাইলাম। আপু বললেন আমার সুবিধা মতো পরে দিয়ে দিলেও হবে। এটাই বিশ্বাস আর ভালোবাসা। আমাকে ফ্রী হোমডেলিভারিতেই দিতে চেয়েছিলেন। সাথে একটা হিজাব পিন ও ফ্রী আছে। কিন্তু আমি নিতে চাইলাম এনিকা আপুর কাস্টমার মিটআপে সরাসরি । সেদিনই পেলাম আমার সেই কাঙ্খিত শাল। শালটা জাস্ট অসাধারণ। এত সফ্ট মাশাআল্লাহ। আমি শাল ব্যাবহার করা খুব একটা পছন্দ করিনা। কিন্তু আপুর এই শালটা পড়ে মনে হচ্ছে এখন থেকে এমন শাল হলে পড়াই যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এই সুন্দর শালটা ম্যানেজ করে দেওয়ার জন্য।
দোয়া রইলো আবায়া স্টোরির জন্য।