উই এর দেশীয় পণ্য এর সাথে আমাদের ঈদ
আমিও উই এর একজন সাইলেন্ট মেম্বার। সব সময় সবার পোষ্ট দেখি কিন্তু কখনো কোন কিছু কেনা হয় না। এবার ঈদে প্ল্যান ছিল উই থেকে শপিং করার।আমার সেরকম পরিচিত কেউ নেই তাই আমার শপিংয়ের দায়িত্বটা দিয়েছিলাম আমার ছোট বোনের উপর। আজ আমার ওয়াইফের জামদানি থ্রি পিস টা আমার ছোট বোনের কাছ থেকে নেয়া।আমার মায়ের জন্য একটা খিমার সেট নিয়েছিলাম সেটাও উইয়ের সিরাজুম মুনিরা আপু থেকে নিয়েছি। আগেই বলেছি আমার অনলাইন শপিং এ অভিজ্ঞতা খুবই কম সে কারণে আমার ছোট বোনের মাধ্যমে আপুর কাছে অর্ডার দেয়া হয়।
আলহামদুলিল্লাহ আমার আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে কোয়ালিটির কথা আর নাই বলি , রিভিউ আপনার আমরা সবাই সব সময় দেখি,আপুর আবায়া এবং খিমারের অনেক অনেক রিভিউ দেখে আমার আম্মু খিমাড় নিতে চেয়েছিল।আমার পড়ার যে পাঞ্জাবীটা সেটা সেটা আমার বোন আমাকে উপহার দিয়েছে যেটা সে ওই আপুর কাছ থেকে কিনেছে।আগে কখনোই আমরা আমাদের দেশীয় পণ্যের কদর এতটা বুঝিনি যতটা আমরা ওই দেশে এখন বুঝতে পারছি না।প্রতিবার ঈদ আসলেই একটা ইন্ডিয়ান পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ ছাড়া আমাদের চলত না সেখানে এবার আমি চিন্তা করেছি দেশীয় পণ্যের সাথে ঈদ করব। আমি একজন আইনজীবী ভবিষ্যতে ইচ্ছা আছে উদ্যোক্তা হবার। উই তে এসে সেই ইচ্ছাটা আমার আরও দ্বিগুণ হয়ে।আমি কুমিল্লায় থাকি ইচ্ছা আছে আমার জেলার কোন পণ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার দোয়া করবেন আমার জন্য।