Categories
Bangladeshi Hijab Reviews

মারিয়া খন্দকার – দেশীয় হিজাব

দেশীয় হিজাব

রিভিউ রিভিউ রিভিউ

আমি দিন দিন Sirajum Munira  আপুর হিজাবের ফ্যান হয়ে যাচ্ছি। বেশ কিছুদিন আগে আপুর Abaya story  পেজে রং বেরঙের হিজাব দেখে আমার বেশ ভালো লেগে যায়। কোন জিনিস একবার দেখে যখন পছন্দ হয় সেটা নিতে আমি কিন্তু দেরি করি না, বাজেট যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে তো কথাই নেই। আপুর কাছে প্রথমে হিজাবের প্রাইস জানতে চাই। হিজাবের প্রাইস গুলো আমার কাছে বেশ রিজেনেবল মনে হয়েছিল এবং দেখেও খুব ভাল লেগেছিল। এই জন্য পাঁচ কালারের হিজাব সঙ্গে সঙ্গেই অর্ডার দেই। দুদিন পরে হিজাবগুলো পেয়ে যাই। হিজাব গুলো দেখে আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি ভালো লেগেছে। হিজাব গুলোর সাইজ বেশ বড় যেটা আমার কাছে বরাবরই পছন্দের। এছাড়া এগুলো পড়তে বেশ আরাম। সবচেয়ে যে ব্যাপারটা আমার ভালো লাগেছিল সেটা হল, রিজেনেবল প্রাইজের মধ্যে এত গ্লেজি টাইপ, মার্জিত, রুচি সম্মত সুতি হিজাব আমি এর আগে কখনো দেখিনি। এই হিজাব পড়ে আমি বিয়ে বাডির অনুষ্ঠানেও গিয়েছি।  এগুলো পড়তেও বেশ আরামদায়ক। আসলে আরামের নাহলে হিজাব পরা যায় না,যারা হিজাব পরেন তারা ব্যাপারটা খুব ভালো মত জানেন। আপু সত্যি মন থেকে আমি অনেক খুশি হয়েছি, হিজাব গুলো সত্যি অসাধারণ! আর আপনার আন্তরিকতার কোন কমতি থাকে না কখনোই! দোয়া করি আপু, আপনার স্বপ্ন গুলো  সত্যি হয় এবং অদূর ভবিষ্যতে হাজার ব্যস্ততার মাঝেও আপনি যেন আপনার আন্তরিকতা বজায় রাখতে সচেষ্ট হোন সকল কাস্টমারের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *