আপু বলেছিলাম না আপনার হিজাব পরে বিয়ে বাড়িতে যাবো। এইজে আপনার দেশীয় হিজাবে আমি বিয়ে বাড়িতে।হিজাব গুলো হাতে পেয়েই খুব খুশি হয়েছিলাম। প্রতিটা হিজাব এত আরাম দায়ক আর সুন্দর। আর হিজাব গুলোতে আমাকেও খুব সুন্দর লাগছে । নিজের প্রসংশা নিজেই করি। অরেন্জ হিজাবের প্রতিটি কালার আমার চাই।
Categories