গল্প লিখতে এলাম। রিভিউ বললে কম হবে। আমি বোরকা হেজাব পরি প্রায় ৫ বছর। অনেক হেজাব কেনেছি আর মানুষ কে দিয়েছি। হিজাব পরে মনোশান্তি পেতাম না তাই এমন করেছি অনেক বার। কিছুদিন আগে Sirajum Munira আপু কে নক দিয়ে বললাম আপু আমার একটা হেজাব লাগবে। আপু একটা হেজাব পাঠিয়ে দিলেন হেজাব টা পরে আমি পুরাই অবাক এত আরাম হেজাবে। কোন প্রকার গরম লাগে না পরতেও আরাম আর অনেক বড়। একদম আমার মনের মত। আমি পুরোপুরি দেশীয় হেজাব এর ভক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ্। তারপর থেকে আমি যত হেজাব নেই সব আপুর কাছ থেকে। আজকের হেজাব টা আমি সকাল ৯.৩০ মিনিটে পরে বাসা থেকে বের হয়েছি । তারপর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাতের ৯.৩০ প্রায় ১৪ ঘন্টা সময় আমি হেজাব টা পরে ছিলাম। আমার বিন্দু মাত্র কষ্ট হয়নি মনেই হয়নি হেজাব পরে আছি। Abaya Story কে অনেক ধন্যবাদ আমাদের মত হেজাবি আপুদের জন্য এত আরাম দায়ক হেজাব নিয়ে আসার জন্য।
Categories