
আসসালামু আলাইকুম।
Sirajum Munira আপুর খিমার, এখন পযর্ন্ত আমার কালেকশনের বেস্ট খিমার। কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের ফিনিশিং এতো ভালো, আমি সন্তুষ্ট। আপুর কাস্টমার খাতিরে মুগ্ধ হয়ে গিয়েছি। ডেলিভারি চার্জ তো ফ্রি দিয়েছেন, তার সাথে আরও একটা খাতির করেছেন – আমি খিমার সেটটা অডার করার ১৫/২০ দিন পরে আপুর একটা খিমার সেটের ভিডিও তে দেখলাম, খিমারের স্কার্টে হিডেন পকেট দেওয়া যায় যা আমি জানতাম না। সেইটা দেখার সাথে সাথে আপুকে নক দিলাম যে আমারটায় হিডেন পকেট দিয়ে করে দেওয়া যাবে কি না। আপু বললেন যাবে কিন্তু ১০০ টাকা বেশি দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কারণ হিডেন পকেটটা আমার বেশ ভালো লেগেছে।
কিন্তু মজার বিষয় হলো আপু টোটাল বিল দেওয়ার সময় সেই ১০০ টাকা ধরেন নি। আমি মনে করিয়ে দেওয়ায় আপু বললেন- আপু ঐটা আমার মনে আছে, কিন্তু ঐ টাকাটা নিবো না। পরে যখন আবার নিবেন তখন দিয়েন। টাকার পরিমানটা হয়তো অল্প কিন্তু আপুর আন্তরিকতাটা ছিল বিশাল। এমন কাস্টমার খাতির পেয়ে তো আমি মহা খুশি। আপুর থেকে অনেক কিছু শেখার আছে, দেখছি আর শিখছি প্রতিনিয়ত। আপু আপনার জন্য এত্তো গুলো ভালোবাসা আর দোয়া। আমার খিমার, আমার মেয়ে দখল করে ফেলেছিল। তাই আপু আমার মেয়েকেও একটি খিমার বানিয়ে দিয়েছেন। সেই রিভিউ অন্য একদিন দিব।
মেহরিমার জন্য রইল আদর ও ভালোবাসা
ছবিতে – আমার রাজকন্যা