ভালবাসার রিভিউ।
আবায় স্টোরির গল্প আমরা সবাই জানি তাইনা?
Sirajum Munira আপু প্রত্যেক টা আবায়ার গল্প লিখেন। একদিন আমি অবাক হয়ে লক্ষ্য করি আপু আমাকে নিয়ে লিখেছেন। আমার টুকরো টুকরো পোস্টের সব গল্প একত্রে জড়ো করে কি সুন্দর এক গল্প তিনি লিখলেন। একজন ক্রেতা শুধু রিভিউ দেয়না একজন বিক্রেতা ও যে ক্রেতার রিভিউ দেয় তা এই উই তে না আসলে বুঝতেই পারতাম না।

তাও একবার নয় দুই দিন আমাকে নিয়ে লিখেছেন। আমি তো বিস্ময়ে হতবিহ্বল ছিলাম। এরপর আপুর আবায়া হাতে পেলাম। পেয়ে আসলে আমি শুধু দেখেছিই।এত সুন্দর! কিছুদিন ধরে বিশ্রি এক ঝামেলায় মন খারাপ ছিল তাই আর আবায়া টা পড়া হয়নি।
আজ পড়েছি। আমার নিজের চোখে আমাকে বেশ ভালই লেগেছে। অন্যের চোখে কেমন তা আপনারাই বলতে পারবেন। তবে আমার অনেক প্রিয় হয়ে থাকল এই আবায়া।
ভালবাসি আপু।