রিভিউ পোস্ট
আলহামদুলিল্লাহ! উইয়ের মাধ্যমে কেনাকাটার হাতে খড়ি হলো Sirajum Munira আপুর আবায়া স্টোরির খিমার কেনার মাধ্যমে। আপুর খিমার পরে যারাই ছবি তুলেছেন, সবাইকে আমার কাছে রাজকন্যা মনে হতো। এতো সুন্দর একেকটা কালার, মা শা আল্লাহ ।

অবশেষে আমিও কিনে নিতে বাধ্য হলাম। কাপড়ের কোয়ালিটি যেমন ভালো, তেমনি দেখতেও চমৎকার! দোয়া করি আবায়া স্টোরির গল্প দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। উপহার হিসেবে আপু হিজাব পিন দিয়েছেন, এটার জন্য ভালোবাসা
