ট্রায়াল পিকচার দিলাম আপু। পরে সুন্দর করে ছবি তুলে দিবো। আজ ই পেলাম আপু মেরুন শালটা, বাইরে বের হবো এমন সময় ডেলিভারী ম্যান শাল টা দিয়ে গেলো,, খুলে শালটা দেখে তো আমার মাথা পুরা আওলা ঝাওলা। ছবি না তুলে পারলাম না, এতো নরম আর এতো সুন্দর রঙ যেমন তেমন করে তুলেছি তার পর ও দারুন আসছে ছবিতে। আর গিফট টা দারুন আপু, আমার চুল তো ছোট এটা ববি ক্লিপ হিসাবে চুলে ব্যবহার করবো। আপু আমার কিন্তুু সবুজটা ও চায়। Sirajum Munira আপু । পুরা ছবিতে রক্ত জবা রঙ আসছে,, আপু এত্তোগুলি ভালোবাসা আপনার জন্য, যেমন আপনার ব্যবহার তেমন আপনার পন্যোর কোয়ালিটি। আর রুচির কথা কি বলবো,এক কথায় অসাধারণ।
Categories