এই প্রথম আমি কোন হিজাব ৫ মিনিটের মধ্যে পরতে পেরেছি।এতোটা আরামদায়ক হতে পারে যা ছিলো কল্পনার বাহিরে।যেখানে ভাবতাম হিজাব পরা মানেই মাথা ব্যাথা করা।আর আজকে খুব সুন্দর ভাবে ঘুরে আসলাম।একবারের জন্য ও মনে হয়নি আমি মাথায় কোন এক্সট্রা কাপড় পরেছি।অসংখ্য ধন্যবাদ Sirajum Munira আপু এতো সুন্দর হিজাবের জন্য। ইনশাআল্লাহ আপনার রিপিট কাস্টমার হবো।
এখন থেকে হিজাব মানেই মুনিরা আপু।