অফিস / স্কুল /পার্টি বা ট্যুর এর আবায়া ভিন্ন হয় কেন?
পরিবেশ অনুযায়ী আবায়া বাছাই করা উচিত কেন?
আমরা যখন কোন পোশাক পরি তার আগে আমরা সব সময় ইকটু হলেও সময় নিয়ে ভাবি যে কোথায় আমরা কোন পোশাক বা রং টা পরছি।।
আমরা যারা বোরখা হিজাব করি তারাও কিন্তু এই ভাবনা টা আরো বেশি করে ভাবি। অনেকেই মনে করেন যারা বোরখা পরে তাদের হয়তো একটাই বোরখা বা আলাদা ওকেশন অনুযায়ী তাদের পোশাক নেই!
একদম ভুল ধারনা। আমরাও অন্য সবার মতো প্রতিটি ওকেশন অনুযায়ী আলাদা বোরখা বা আবায়া কিনে থাকি আবার আমরা সমান ভাবেই জাকজমক পোশাক ও কিনে থাকি।
এই মজার তথ্য গুলো দুবাইয়ের রিসার্চে এসেছে যে যারা আবায়া পরে তারাও প্রতি মাসে অনেক বড় এমাউন্ট টাকা ব্যায় করেন নিজের সাজসজ্জা ও পোশাক এর জন্য৷ যেখানে দেখা যায় তাদের পোশাক আবায়াতে আবৃত থাকলেও তারা সব সময় নিজেদের ফ্যাশন সচেতন রাখেন।
এখানে কোন ধরনের শো অফ এর জন্য না আমরা নিজেদের কাছে ভালো লাগার জন্যেই এই কাজ টা করি। আমাদের স্কুলে পড়াতে যাবার, বাইরে ঘুরতে যাবার, যে কোন পার্টিতে সবার মধ্যমনি হবার বা যে কোন লং ট্যুরে যাবার জন্য আলাদা ভাবে ডিজাইন ও কাপড় এর আরামদায়কতা অনুযায়ী বানানো আছে।
এখানে ৫ টি বোরখার ছবি দেখতে পাচ্ছেন প্রতিটি আলাদা ভাবে ডিজাইন করা আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। আবায়া গুলো সব সময় নিজের ব্যাক্তিত্ব প্রকাশের মাধ্যম।
যে কোন পোশাকের মতোই আবায়া বা বোরখার খেত্রেও তাই মানানসই ওড়না বা হিজাব টা গুরুত্বপূর্ণ। রং ও কাপড় নির্বাচন এর খেত্রে ইকটু সতর্ক থাকলেই যে কোন সাধারণ আবায়া বা বোরখার মাঝেই আপনি আলাদা ভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন।
আমার কাছে তাই মডেস্টির সাথে স্মার্ট ও এলিগেন্ট থাকাও গুরুত্বপূর্ণ। আমার আবায়া স্টোরির ট্যাগ লাইন ও এটাই ।
আবায়া নিয়ে আর কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমি পরবর্তী পোস্ট এ সব উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।