রিভিউ দেয়া হয় না অনেক দিন।
কয়েকজন সুইট সুইট আপুর রিভিউ জমে আছে আমার কাছে।
আবায়া হওয়া উচিত এমন যা প্রচন্ড গরমেও আপনাকে দিবে এক চিলতে শান্তি। আবায়া সিলেকশনে আমি বরাবরই একটু খুঁতখুঁতে। কারন আমার গরম একদমই সহ্য হয় না। তারপরও আমাদের আবায়া রাণী Sirajum Munira আপুর এতো এতো সুন্দর সুন্দর কন্টেন্ট পড়ে আর লোভ সামলাতে পারিনি।

তাই এই আবায়াটা অর্ডার করেই ফেলি। কালার, প্রিন্ট, কমফোর্টেবল সব মিলে অসাধারণ এই আবায়াটা। আমি তো ফুল সেটিসফাই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আরও অনেক আবায়া নেয়া হবে আপুর কাছ থেকে।
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আবায়ার মালিক করার জন্য