
আসসালামু আলাইকুম। এই গ্রুপে আমার প্রথম পোস্ট। মুনিরা আপুর আবায়াগুলির উপর বরাবরই নজর পরে এতো সুন্দর সুন্দর সব ডিজাইন। এখনো কোন আবায়া নেয়া হয়নি যদিও। এই সুন্দর শালটা আপু সেদিন পোস্ট করার পরেই আমার নজর আটকে যায় আর আপুকে নক দিয়ে কনফার্ম করি। আপুও একদম সুপার ফাস্ট ডেলিভারি তে আমার কাছে পৌছে দেয়। শালটা অনেক কম্ফোরটেবল আর অনেক সুন্দর কালারটা। কাস্টমার খাতির হিসেবে পেয়েছি ফ্রি ডেলিভারি চার্জ আবার একটা সুন্দর কিউট হিজাব পিনও গিফ্ট দিয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর শাল আর খাতিরের জন্য।