খিমার কি?
কিভাবে পরে?
খিমার একদম লং হয় না সর্ট?
সাথে কি থাকে স্কার্ট না পালাজ্জো?
ম্যাটেরিয়াল কি গরমে আরামদায়ক কিনা?
আবায়া স্টোরির প্রথম খিমার এর ক্রেতা
এর পরে আমাদের পেজ এর সব খিমার এর প্রতি সবার আলাদা আকর্ষণ। ও সবাই সব চেয়ে বেশি এই ছবি গুলো দিয়েই আমাকে এই প্রশ্ন গুলো জিজ্ঞেস করেন। তাই ভাবলাম সবাইকে আলোকিত করতে একটা পোস্ট দেয়া যায়।
সাধারণত খিমার বলতে নিকাব ও হাতা এটাচ করা একটা বোরখাকেই বোঝানো হয়। যারা আলাদা ভাবে হিজাব ও স্কার্ফ পরতে চান না তাদের জন্য সব চেয়ে আরামদায়ক ও সুবিধার হচ্ছে খিমার।
নিকাব এটাচ থাকার ফলে শুধু উপর দিয়ে মাথার উপরে পরে ফেলে হাতা দুটো ঢুকিয়ে ঝটপট রেডি হয়ে যাওয়া যায়।
খিমার লং হয় হাইট অনুযায়ী ৪৬/৪৮/৫০/৫২ মাথা থেকে। এটা থাকে হাটু বা তার ইকটু নিচে। কারন সাথে স্কার্ট বা পালাজ্জো থাকার ফলে সেট আকারে দেখতে খুবই সুন্দর ও স্মার্ট লাগে।
প্রতিটি খিমার চেরি জর্জেট দিয়ে করা। যা গরমে খুবই আরামদায়ক একদম হালকা একটা কাপড় কিন্তু ভেতরে দেখা যাবেনা কি পরে আছে। তাই আমার প্রথম পছন্দ এই ম্যাটেরিয়াল।
**এখানে শুধু দুটো খিমার এর ছবি আছে কালো ও পেয়াজ কালার। যা হাফসার পরনে সেটা একটাই পেয়াজ ও মিস্টি কালার মনে হচ্ছে ছবির জন্য বা আলোর তারতম্য এর জন্য।
খিমার ও খিমার সেট নিয়ে আর কোন প্রশ্ন কি আছে আপনার কাছে? জানাতে পারেন নির্দিধায় আমি সাহায্য করবো তথ্য দেয়ার।