·
রিভিউ না ভালোবাসা
আমার খুব ই পছন্দের ও ভালোবাসার একজন মানুষ। এই মানুষটাকে নিয়ে যতই বলা হবে কম হবে।
এত মিষ্টি লক্ষ্মী আর কেয়ারিং একটা মেয়ে। আমার বড় বোন হয়ে গেছে সে। যখন তখন যেকোনো বিষয়ে তাকে জ্বালাই আবদার করি। কোনো সময় সে বিরক্ত হয় না। আমাকে সবসময় আদর করে পাখি হালুয়া বুড়ি বলে ডাকে। আসলে এই ডাক গুলা বরই আদরের অনেক ভালোবাসা মাখানো। যেটা বলে শেষ করা যাবে না। আর আমিও যেহেতু বোরখা পরি তার সব লেখা এত সুন্দর সুন্দর আবায়া দেখে সবসময় মুগ্ধ হতাম।
অনেক আগেই বলে রেখেছিলাম আমার শাশুরির জন্য একটা বানিয়ে নিবো। সেই ৮০ নম্বর সিরিয়াল অনেক আগেই দিয়ে রেখেছিলাম। যেহেতু নিজের ইনকাম এর টাকা দিয়ে গিফট করতে চেয়েছি তাই সিরিয়াল টা একটু দেরি করেই দিয়েছি।
আল্লাহর রহমতে অনেক আগেই নিতে পেরেছি। বোরখার কথা আর কি বলবো এত সুন্দর ফিনিশিং কালার আর কাপড় টা পুরাই মাখন। সবাই পাগল হবে না কেনো। আর কাস্টমার খাতির এর কথা নাই বললাম। সেটা সবাই জানেন।
আমার শাশুড়ি মা খুব ই পছন্দ করেছেন।আলহামদুলিল্লাহ কারণ মানুষ টা অনেক খুঁতখুঁতে সে যে পছন্দ করেছেন এটাই আমার শান্তি।
অনেক বেশি ভালবাসা আপু। তুমি যে কত মা মেয়ের গল্প লেখো আজকের টা একটু অন্যরকম। মেয়ে আর শাশুরির।
মন থেকে দুআ রইলো। তোমার abaya story একদিন নামকরা ব্র্যান্ড হবে ইনশাআল্লাহ।