যখন রাতে ভালো ঘুম হয় না, ভোরে উঠেই আবার রান্না বসাতে হয় চুলায় তখন Hafsa Siddiky র পাতা দিয়ে এক কাপ কড়া চা আমার ভরসা।
ঝিমায় ঝিমায় এক চুলা রান্না বসিয়ে পাশের চুলায় পানিতে চা পাতা দিতেই কড়া একটা স্মেল মুড ভালো করে দিয়েছে আমার। সকালে কিছুটা সময় হলেও আমি আমার মত করে কাটাই, আমাকে যথেষ্ট পজিটিভ এনার্জি দেয় নিজেকে দেওয়া এই সময়টুকু। আমার এই বারান্দাটা খুব প্রিয়, সামনে সবুজ আর সবুজ। সকাল টা এমন সবুজ দেখে আর ধোঁয়া ওঠা চা দিয়ে শুরু করতে পারলে বেশ ভালো লাগে আমার। আজকের সময়টুকুতে বাড়তি মাত্রা যোগ করেছে Sirajum Munira বুর নীলকন্ঠি শাল টা। সুন্দর কিছু পরলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়। যদিও শাল টা আমার মেহমান, আম্মু দখল করেছে এটা। দিনের শুরুতেই সঙ্গি হওয়ার জন্য মুনিরাবু আর হাফসাবুড়ি দুজনকেই ধন্যবাদ….