
আসসালামলাইকুম
আমার খুব শখ ছিল মুনিরা আপুর কাস্টমার হওয়ার। আমি যেহুতু খিমার পরিনা কিংবা আমার পরিবারের কেউ পরে না খিমার। তাই এতদিনে আমি উনার কাস্টমার হতে পারিনি। মুনিরা আপুর খিমার খুবই ইউনিক আমি উনার খিমারের ফটো দেখতাম।কি সুন্দর উনার কাজ মাশাল্লাহ। অবশেষে আমার শখ পূরণ হয়ে গেল আমিও মুনিরা আপুর শালের কাস্টমার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। শাল হাতে পেয়েছি আরও তিন দিন আগে।আমি যেহুতু আজ তেজস্বীর এনিকা আপুর কাস্টমার মিট আপ এ যাব আগেই জানি তাই আজকের দিনে শাল গায়ে জড়ানোর ইচ্ছা ছিল মনে মনে।মুনিরা আপুকেও বলেছিলাম দুইদিন পর রিভিউ পোস্ট দিব। আজ সুযোগ পেলাম আর আপুকেও আজ পেয়ে যাব ভাবিনি।আমিও খুব খুশি যে আপুকে দেখাতে পেরেছি উনার থেকে নেয়া শাল গায়ে জড়িয়ে।আমার অনুভুতি লিখে বুঝাতে পারবো না। শাল খুব সুন্দর, আরামদায়ক। ধন্যবাদ মুনিরা আপু আপনার আবায়ার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ আপু