Categories
Abaya

পকেট স্লিভ আবায়া

আজকে নতুন আবায়া নিয়ে জানবো আমরা

*** এই আবায়া বা কাভার আপস কে পকেট স্লিভস আবায়া কেন বলা হয়?? একটা মজার কারন আছে এই জন্য।

সাধারণত যেই যায়গায় পকেট থাকার কথা সেই যায়গায় এই আবায়ার হাতা বা স্লিভস এর যায়গা থাকে। তাই এই আবায়ার এই নাম।

পকেট স্লিভ আবায়া

***পুরো আবায়ার জন্য কতো গজ কাপড় লাগে??

এই আবায়ার জন্য মিনিমাম ৪.৫ গজ সর্বোচ্চ ৭.৫ গজ পর্যন্ত কাপড় লাগে। ছবির আবায়াতে ৪.৫ গ.৫ গজ কাপড় ব্যবহার করা হয়েছে।

*** এই আবায়ার সেলাই কোথায় হয়??

এই আবায়ার চারিদিকে কোন কাটা নেই। শুধু সামনে একটা কাটা বা ফাড়া আর এটাই এক মাত্র সেলাই। ভিডিও দেখলে বুঝতে পারবেন চারিদিকে বিশাল ঘের দেয়া হলেও সেলাইটা সামনে শুধু যা পাইপেন দিয়ে সুন্দর করে বানানো হয়েছে।

পকেট স্লিভ আবায়া

*** এই আবায়ার গলার দিক টা কেমন??

ব্যান কলার ও খুব স্মার্ট ভাবে পাইপেন দেয়া। সাথে ১২ টা বোতাম এর জন্য পরলে নিজের কাছেই রাজকীয় মনে হয়।

*** এখানে কি ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েচজে

অসম্ভব স্মার্ট পকেট স্লিভ আবায়ার ম্যাটেরিয়াল সফট জর্জেট যা সেমি ট্রানসপারেন্ট। তাই ইনার পরতে হবে। আমি সাথে চেরি জর্জেট এর গাউন ইনার পরেছি৷ হাতার কাছে কুচি থাকার ফলে হাতা টা উঠে যায় না৷

তাহল বলুন তো আজকে নতুন কিছু শিখলেন কিনা?? আজকে ক্লাস নেয়ার মতো লিখেছি ।

অসম্ভব প্রিয় প্রিন্ট এ কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত।

Categories
Customer Reviews

সনিয়া পারভীন – শীতকালীন আবায়া

“Abaya story” থেকে একটা বোরখা অর্ডার করেছিলাম। ইচ্ছা ছিল মুনিরা আপুর প্রথম কাস্টমার হবার। আলহামদুলিল্লাহ প্রথম কাস্টমার হয়েছি। আপুকে ইনবক্সে বোরখার মাপ বলে দিয়েছিলাম। কি ম্যাটেরিয়াল হবে কেমন বানাবে এসব নিয়ে আমার কোন টেনশন ছিল না। আমি আপুকে খুব রিলাক্স হয়ে বোরখাটা বানাতে বলেছিলাম যেন কোন প্রেসার না নিতে হয় তাকে। সবকিছুর প্রথম বলে একটা কথা থাকে। প্রথম কাজ ভুল হতেই পারে তাই আমিও কোন টেনশন মাথায় নেইনি। আপুর উপর ছেড়ে দিয়েছিলাম।

আজ বোরখা ডেলিভারি পেলাম। গতরাতে আপু জানিয়ে দিয়েছিলেন যে উনি ডেলিভারির জন্য দিয়ে দিয়েছেন। আজ দুপুরে ডেলিভারি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে বোরখাটা পরে ফেললাম আপুকে ছবিও পাঠালাম। ডিজাইন,মাপ ,কাপড় সবই আলহামদুলিল্লাহ সন্তোষজনক ছিল। প্রথম হিসাবে কোন ত্রুটি রাখেনি আপু। ডেলিভারি ও এত তাড়াতাড়ি দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ।

Sirajum Munira আপুর লেখা ভালোবাসা মাখা চিরকুট

বেশি ভালো লেগেছে আপুর লেখা ভালোবাসা মাখা এই চিরকুট টা। কত সুন্দর করে লিখেছেন মাশাআল্লাহ!! তার মানে উনি কাজ প্রথম করলেও উনার প্ল্যান অনেক আগে থেকে গোছানো ছিল, এজন্য প্রথম ডেলিভারিটা উনি এত সুন্দর ভাবে করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা Sirajum Muniraআপুকে।

আপনার ‘Abaya story’ অনেক দূর এগিয়ে যাক দোয়া করি।

Categories
Abaya

শীতকালীন স্মার্ট আবায়া

কামিজ স্কার্ট বা টু পার্ট আবায়া সেট

চলে আসছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই ঠান্ডা আবহাওয়া তে আমরা যারা আবায়া পরি তাদের ইকটু বিপাকেক পরতে হয় কিছু কারনে।

সহজে আবায়ার নিচে সোয়েটার বা গরম কিছু পরা যায়না কারন পরে বাইরে বের হলে ওয়েদার গরম হলে খোলার উপায় থাকেনা। আবার আবায়ার উপরেও শাল জড়িয়ে নিলে একটা সহজ সমাধান করা সম্ভব।

এই দুই পার্ট এডযাস্ট করা কামিজ স্টাইল আবায়াটা ছিল আবায়া স্টোরির প্রথম কাজ আলহামদুলিল্লাহ।

শীতকালীন স্মার্ট আবায়া

আর করেছিলাম আমাদের Sonya Parvin আপুর জন্য।

আজ হঠাৎ করেই মনে হলো এই আবায়ার কথা।

শীতকালে আমাদের জন্য দুই পার্ট এর আবায়া গুলো সব চেয়ে উপোযোগী৷ দুই পার্ট হবার ফলে ঠান্ডাও কম লাগে আবার এই ডিজাইন টাই স্কার্ট ও শার্ট আলাদা ভাবে বানালেই হয়ে যাবে গ্রীষ্মের আবায়া।

দারুন না বিষয় টা??

Categories
Abaya

তুর্কিশ কোট কাটিং আবায়া

আবায়া পরবো না কোট??

আমরা প্রায়ই বাইরে যাবার সময় ভাবি ইশ বোরখা টা আর ইকটু স্মার্ট হতো আজকের দিনের সারাদিন কাজের বা প্রেজেন্টেশন এর জন্য একটা দারুন লুক দরকার ছিল৷

এই আবায়া বানানোর পিছনের গল্পটা যদিও ভিন্ন। বান্ধবীর আবদার সে একটা তুর্কিশ সিরিয়াল এর নায়িকাদের ওভারকোট গুলো দেখে বলেছে তাকে এমন একটা আবায়া বানিয়ে দিতে হবে।

কালার কম্বিনেশন ডিজাইন সব কিছুই সে আমার উপরে ছেড়েদিয়েছিল আর আমিও তাকে জননী জন্মভূমি সিরিয়াল এর হাতিজে নায়িকার ওভারকোট এর ডিজাইনের মতো করে বানিয়ে দিয়েছি এই তিন পার্ট এর আবায়া।

কাফ হাতার সাথে বোতাম

চেরি জর্জেট এর আবায়ার ভেতরে দেয়া কালো আর চারিদিকে মেরুন রঙ যেই কম্বিনেশন টা অসম্ভব সুন্দর সব সময় আমার কাছে  কাফ হাতার সাথে বোতাম অজু করতে সুবিধার জন্য।

আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পরে প্রেমে পরেছি নিজেই।

Categories
Customer Reviews

লাবনী আক্তার লাবন্য – খিমার সেট

খিমার সেট

রিভিও পোস্ট

উই এর কল্যানে অনলাইনে বিক্রেতা হয়েছি আলহামদুলিল্লাহ৷ তবে কিছু ক্রেতাও হয়েছি৷ অনলাইন কেনাকাটায় আগে যে ভরসাটা থাকতো শূন্যে এখন উই থাকায় সেটা সবার আগে প্রায়োরিটি পায়৷ এবার উই এর একজন অতি পরিচিত মুখ ও মডারেটর আপু Sirajum Munira আপুর থেকে নিয়েছিলাম খিমার সেট৷ হাফসা আপুর খিমার পরা ছবিগুলো দেখে সত্যি আপুর আবায়া স্টোরির ফ্যান হয়ে গিয়েছি৷  আর তাই যখনই সুযোগ পেলাম খিমার সেট কেনার আপুকেই সাথে সাথে নক দিলাম৷ আমাদের নতুন ভাবির জন্য কাস্টমাইজড একটা খিমার সেট দরকার ছিলো৷ আপুকে বলার আপু ঠিক সময়মতো সুন্দর করে রেডি করে দিয়েছেন৷ আপুর ব্যবহার অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ৷ সবথেকে ভালো লেগেছে আপুর আমাকে সময় দেয়াটা৷ প্রতিটা বিষয় খুটিনাটি জেনে করে দিয়েছেন৷ কাস্টমাইজড যেহেতু সেজন্য । আপুর ব্যবহারে মুগ্ধ হয়ে ভাইয়া ভাবির জন্য নামাজের হিজাব ও নিতে বলে আপুর থেকে৷ আলহামদুলিল্লাহ আপুও সেটা পাঠিয়ে দেয়। সত্যি খুব ভালে হয়েছে আপুর কাজ৷ আলহামদুলিল্লাহ৷ যার জন্য আনা মানে আমাদের নতুন ভাবির অনেক পছন্দ হয়ছে৷ আমিও দায়িত্ব নিয়ে বলেছিলাম আপুর কথা আর আলহামদুলিল্লাহ আপুও সেটা সুন্দর ভাবে মূল্যায়ন করেছেন৷ অনেক ধন্যবাদ আপু৷ আর সরি আপু ব্যস্ততার জন্য একটু লেট হয়ে গেলো রিভিও দিতে৷ আর অবশ্যই অনেক ধন্যবাদ গিফট হিসেবে পাওয়া হিজাব পিন ও ফ্রী ডেলিভারি দেয়ার জন্য ।

Categories
Bangladeshi Hijab Reviews

উম্মে হাবিবা মৌ – দেশীয় হিজাব

দেশীয় হিজাব

সারাদিন শুধু হিজাবটার কথা বলতে ইচ্ছা করছে।। এত সুন্দর আর পড়ে অনেক অনেক আরাম। আমি আজীবন কিছু কেনার আগে কমফোর্টেবল কিনা সেটা দেখি। ৬বছর ধরে হিজাব পড়ি অনেক হিজাব কিনেছি, পড়েছি কিন্তু এত সুন্দরের সাথে আরামদায়ক  কিছু পাই নাই।।৭০০/৮০০টাকা দিয়েও হিজাব কিনেছি, দেখতে সুন্দর হলেও পড়ে আরাম পাই নাই, পড়লেই কেমন যেনো অস্থির লাগে। আর এই হিজাব আমি সারা দিন রাত পড়ে থাকতে  পারবো।।মনেই হয় না খুলি, আর শাড়িটার সাথে হিজাবটা পড়ার সাথে সাথেই একটা গর্জিয়াছ  লুক আসছে জানেন একদম খাটি কথা বললাম। অনেক অনেক ধন্যবাদ মনি বুবু।

Categories
Bangladeshi Hijab Reviews

সোনালী ফরহাদ – দেশীয় খাদি হিজাব

দেশীয় খাদি হিজাব

অসাধারণ  সুন্দর খাদি হিজাব

খাদি কুর্তির সাথে Sirajum Munira  আপুর থেকে নেয়া খাদি হিজাব। এতো সফ্ট ও মোলায়েম  যে ব‍্যবহার না করলে বুঝা যাবে না। অনেক ধন্যবাদ  আপু এতো সুন্দর  কালেকশনের জন‍্য। আরও যদি কয়েক রকমের খাদি হিজাব  হয় তাহলে অবশ‍্যই আমার সংগ্রহে রাখবো। অনেক শুভকামনা  ও দোয়া রইলো আবায়া স্টোরির জন্যে

Categories
Bangladeshi Shawl Reviews

ইফফাত শারমিন – দেশীয় শাল

দেশীয় শাল

মেয়েদের মনের সবচাইতে কাছে কে থাকে বলেন তো?? আমার তো…মা এবং আমি যার মা। নিজে কিছু কেনার চাইতে এদের কিনে দিতে পারলে শান্তি বেশি লাগে। Sirajum Munira বুর থেকে নিলাঞ্জনা শাল টা নেওয়ার পর আম্মু হাতে নিয়ে দেখেছে বার বার। আমি একবার জিজ্ঞাস করেছি শুধু নিবে কিনা, আম্মু সাথে সাথে রাজি আলহামদুলিল্লাহ। এমনিতে তাকে জোর করলেও কিছু কিনে দেওয়া যায় না, শুধু বলবে তার আছে আর লাগবে না। এই শাল টা আমি নিজে ৪-৫ দিন পড়েছি, আমারও খুবই পছন্দ শাল টা। তবে এখন আম্মুকে পরা দেখে শালটা আরও বেশি সুন্দর লাগছে আমার।

Categories
Bangladeshi Hijab Reviews

তামান্না – দেশীয় হিজাব

দেশীয় হিজাব

দেখেন কান্ড

একটা হিজাবের কালার আসছে ৩টা।  Sirajum Munira আপুর ক্রেতা হওয়ার ইচ্ছে অনেক আগে থেকেই । একদিন এই হিজাব টার দাম জেনে নিয়েছিলাম আপুর কাছ থেকে । সেদিন আপুকে নক দিয়ে অর্ডার কনফার্ম করলাম। আপুও পাঠিয়ে দিলেন। হিজাবের সাথে হিজাব পিন ও পেয়েছি। মা শা আল্লাহ্ । হিজাব টা এখনো পড়িনি। হাতে নিয়ে মনে হয়েছে আরামদায়ক হবে। আসল কালার টা শেষের ছবিতে এসেছে।

Categories
Bangladeshi Hijab Reviews

সোনালী ফরহাদ – দেশীয় হিজাব

দেশীয় হিজাব

আসসালামু  ওয়ালাইকুম

Sirajum Munira  আপু পার্টিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে  হাতে পেয়েছি আমার হিজাবটি।   অনেক ধন্যবাদ  আপু আমার পছন্দের হিজাবটির সাথে দুইটা সুন্দর  হিজাব পিনও দিয়েছেন। সময়ের অভাবে  সেগুলোর ছবি তুলতে পারি নি অবশ‍্য। অনেক আরাম হিজাব টা। মাথায়  আছে না নাই বুঝাই যায়নি।। আপনার  এই হিজাবের কালেকশন  একদম  সুপার ডুপার হিট। ইনশাআল্লাহ  সামনে আরও  কয়েকটি কালার আমার  দখলে হবে। ভালো থাকবেন আপু। অনেক  ভালোবাসা ।

Sonali Farhad

স্বত্বাধিকারী : নকশী মেলা