Categories
Abaya story

Customer story – Nabiha Nusaiba

 মাঝে মাঝে মনে হয় আমি একা আবায়া নিয়ে পাগল না ।

আমার কাস্টমার আপুরাও আছেন!

এই আবায়া দুটো বানাতে যেয়ে আসলেই এবার খুব মজা হয়েছে।  

প্রথমে Nabiha Nusaiba

আপুর জন্য করার রিকোয়েস্ট ছিল। এই প্রিন্ট এর ছবি দেখার পরে

Sabrina Hossain Tuki

ও বললো সেও এই ডিজাইনে নিতে চায়!

বেশ ভালো কথা তবে ২য় বার কাপড় কিনতে যেয়ে দেখি স্টক আউট!! কোন দোকানে নেই! প্রতিবার খুজে খুজে একটা দোকানেই খুজে পেলাম তাও একদম যতটুকু লাগবে অতটুকুই আছে। দোকানদার এই কথা বুঝতে পেরে দাম বাড়িয়ে দিলেন!

কাস্টমাইজড অর্ডার আবায়া

আর আমি যেহেতু কথা দিয়েছি তাই সেই দামেই কিনে আনলাম! আলহামদুলিল্লাহ দুটো দুই প্রিন্ট হলেও ইনার সেম ব্রিক কালার দিয়ে করে দিতে পেরেছি৷ আর দুটোই দুজনের খুব পছন্দ হয়েছে মাশা আল্লাহ।

কাস্টমাইজড অর্ডার গুলো কাজ করা যেমন কস্টের ইন্টারেস্টিং ব্যাপার গুলোর জন্য আর কাস্টমার এর পজিটিভ ফিডব্যাক এর জন্য আনন্দের।

কাস্টমাইজড অর্ডার আবায়া

নাবিহা আপু তিন টা আবায়া নিয়েছেন সেম আমার ডিজাইন গুলোর। এখন আরো দুটো বুক করেছেন! তাই বলি পাগলামি আমি একা করিনা আবায়া নিয়ে ।

উপরে সফট জর্জেট ও ভেতরে ডাবল জর্জেট এর ইনার এর জন্য গরমেও আরামদায়ক হবে। কারন একটা ভারি ও একটা হালকা দিয়ে কম্বিনেশন করা হয়েছে।

আপনাদের কি কোন মজার ঘটনা আছে এমন কাজ নিয়ে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *