Categories
Customer Reviews

তোফাজ্জল হোসেন – আবায়া

আসসালামুয়ালাইকুম,প্রিয় উইয়ের প্রানবন্ত দেশি পন্যের উদ্দোক্তা ভাইয়া আপুরা,আশা করি ভালো আছেন সবাই,আজকে কিছু কথা শেয়ার করতে আসলাম।

আমি দেশি পন্যতে বিশ্বাসী একজন ক্রেতা,

আগে আমার টাইম লাইন দেখে নিজের খুবই বিরক্ত লাগতো,কত আজেবাজে লেখা ফালতু টপিক দিয়ে ভরপুর ছিলো,তাতে না ছিলো কোন উপকার না ছিলো কোন শিক্ষনীয় কিছু,

 উইতে জয়েন হয়ে সময় দিলাম কেমন গ্রুপ এটা দেখি,কথা কাজ কেমন তাও বুঝতে চাইছি,,যখন রাজিব স্যারের পোষ্ট দেখলাম, এখান থেকে কেউ কিছু কিনলে যেনো এক্টিভিটি চেক করে এক্টিভ মেম্বারদের থেকে কিনে, বাইরে থেকে কেউ কিছু কিনলে দায়ভার কারো নেই তখন নিজের ভিতর খটকা লাগলো, চিন্তা করলাম কয়েক দিন সময় দেই কিছুদিন পর বুঝতে পারছি যা কিছুই হোক অন্তত আমার চাহিদা পূরণ করার মত দারুন একটা জায়গা,

প্রিয় ভাইয়া আপুরা, কিছু দিন আগে উই নিয়ে যাদের চুলকানি ছিলো তারা কোথায় আছে এখন জানিনা, তাদের যন্ত্রনা তারা এখন ভোগ করবে,আমরা অন্য কিছু না হোক অন্তত নিজের পরিবারের জন্য উই থেকে  পন্য ব্যবহার করতে শিখে গেছি,৬৭হাজারের উই আজ মিলিয়ন হয়ে দেশ দেশান্তরে দাপিয়ে বেড়াচ্ছে, ভাবতেই অন্য রকম একটা ফিলিংস আসে মনে,

 উদ্দোক্তা ভাইয়া আপুরা,যারা এখানে এক্টিভ আছেন আমি দেখেছি কেউ হতাশ নেই কোন না কোন মাধ্যমে উনাদের সেল হচ্ছেই,যাদের সেল কম হচ্ছে তারাও ধৈর্য ধরে এক্টিভ থাকুন, অবশ্যই আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন,আজকে দেখেন আমাদের উই কে প্রতিষ্ঠা করতে এবং উইয়ের মাধ্যমে আমাদের দেশের পন্যকে দেশ থেকে বিশ্ব ময় ছড়িয়ে দিতে অমানবিক কষ্ট করছেন শ্রদ্বেয় রাজীব আহমেদ স্যার, প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা আপু ও প্রচুর কষ্ট করছেন শুধুমাত্র আমার আপনার জন্য,

আবায়া

‌ ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখা ভাইয়া আপুদের কাছে আবেদন ,আমরা একটা কথা বিশ্বাস করি,তা হলো রাতের আকাশে একটা চাঁদ আছে, দিনের আলোর জন্য সুর্য আছে,তেমনি আপনি ধরে রাখতে পারেন,দেশি পন্যের ও একটা চাঁদ বা সুর্য হলো উই,এ দেশের উদ্দোক্তাদের জন্য ও উই দাঁড়িয়ে গেছে, পিছনে ফিরে তাকাতে হবেনা আপনাদের,কারন উইয়ে আছে একঝাঁক নিরহংকারী,ঘাড়তেরা দেশপ্রেমিক মানুষ যারা শত বঞ্চনার পরেও দেশীয় পন্য কে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বদ্বপরিকর,

 মুলত যে কারনেই আজকের লেখাটা,আমার টাইম লাইনে আজ সবার প্রোফাইল পিক গুলো ভাসছে ,সব গুলো উইয়ের ভাইয়া আপু,সবার সাথে সাথে যখন নিজের প্রিয়তমার প্রোফাইল ও উইয়ের ফ্রেমে দেখছি, বিশ্বাস করেন কিনা জানিনা, চোখে পানি চলে এসেছে, বুঝতে পারছি আমরা সঠিক পথেই আছি,,

প্লিজ আমাদের এখন প্রয়োজন একতাবদ্ধ হওয়া,সহযোগিতার মাধ্যমে একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব মোটেও কাম্য নয়,স্যার প্রতিটা পোস্টে সবাইকে সতর্ক করেছেন, তারপরও আমাদের কিছু মানুষ শুধু ধাক্কাধাক্কিতে ব্যস্ত,প্লিজ এগুলো বন্ধ করে নিজেদের কে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে চলুন,

কারন জানেন তো,উইয়ের একটা স্লোগান আছে

“একমতে একপথে উই চলে একসাথে”, সবাই ভালো থাকুন,

ছবির মানুষ টা আমার উইয়ের সহযোগী,ঘর সামলানোর দ্বায়ীত্বে আছেন, সিরাজুম মুনিরা আপুর আবায়ার মডেল উনি                  

                          কাতার প্রবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *