Categories
Abaya

তুর্কিশ কোট কাটিং আবায়া

আবায়া পরবো না কোট??

আমরা প্রায়ই বাইরে যাবার সময় ভাবি ইশ বোরখা টা আর ইকটু স্মার্ট হতো আজকের দিনের সারাদিন কাজের বা প্রেজেন্টেশন এর জন্য একটা দারুন লুক দরকার ছিল৷

এই আবায়া বানানোর পিছনের গল্পটা যদিও ভিন্ন। বান্ধবীর আবদার সে একটা তুর্কিশ সিরিয়াল এর নায়িকাদের ওভারকোট গুলো দেখে বলেছে তাকে এমন একটা আবায়া বানিয়ে দিতে হবে।

কালার কম্বিনেশন ডিজাইন সব কিছুই সে আমার উপরে ছেড়েদিয়েছিল আর আমিও তাকে জননী জন্মভূমি সিরিয়াল এর হাতিজে নায়িকার ওভারকোট এর ডিজাইনের মতো করে বানিয়ে দিয়েছি এই তিন পার্ট এর আবায়া।

কাফ হাতার সাথে বোতাম

চেরি জর্জেট এর আবায়ার ভেতরে দেয়া কালো আর চারিদিকে মেরুন রঙ যেই কম্বিনেশন টা অসম্ভব সুন্দর সব সময় আমার কাছে  কাফ হাতার সাথে বোতাম অজু করতে সুবিধার জন্য।

আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পরে প্রেমে পরেছি নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *